Shyamoli Ideal Polytechnic Institute | শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট

Shyamoli Ideal Polytechnic Institute / শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট – দেশে ও বিদেশে দক্ষ কারিগরি জনবলের চাহিদা মেটাতে ১৯৭৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে Shyamoli Ideal Polytechnic Institute প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম সারির একটি পলিটেকনিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন প্রিন্সিপাল এম এ সাত্তার। এর ঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষ্মীপুরে চারটি ক্যাম্পাস রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে ১০ হাজারের আধিক শিক্ষার্থী এবং তাদের শিক্ষাদানের জন্য রয়েছে তিনশোর অধিক শিক্ষক এবং স্টাফ।

SIPI-এর ক্যাম্পাসসমূহঃ

  • শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা
  • শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম
  • শ্যামলী আইডিয়াল টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর
  • শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ, লক্ষ্মীপুর

Shyamoli Ideal Polytechnic Institute, Dhaka

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর ঢাকা ক্যাম্পাস মহানগরীর মোহাম্মদপুরে নিজস্ব একাধিক বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • আর্কিটেকচার টেকনোলজি
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 
  • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেরিন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
  • রেফ্রিজারেশন/এসি ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

যোগাযোগের ঠিকানা

  • ১৬/সি-ডি, নুরজাহান রোড (সাত মসজিদ সুপার মার্কেট সংলগ্ন), বাঁশবাড়ী, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
  • ফোনঃ 02-9133453, 01711529418, 01754978173, 01712634871,
  • : sipi_ac@yahoo.com,
  • : www.sipi.edu.bd

Shyamoli Ideal Polytechnic Institute, Chittagong

Shyamoli Ideal Polytechnic Institute
Shyamoli Ideal Polytechnic Institute, Chittagong

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর চট্টগ্রাম ক্যাম্পাস বন্দরনগরীর মুরাদপুরে বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • আর্কিটেকচার টেকনোলজি
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেরিন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

যোগাযোগের ঠিকানা

  • ২২৫/এ, চৌধূরী সেন্টার (ফরেস্ট গেট সংলগ্ন), মুরাদপুর, চট্টগ্রাম।
  • ফোনঃ ০৩১-৬৫১৭৩৯, ০১৮১৮৮৩৭০৩৫, ০১৮১৯০৬৭২০০

Shyamoli Ideal Textile And Engineering College, Rangpur

Shyamoli Ideal Polytechnic Institute
Shyamoli Ideal Textile And Engineering College, Rangpur

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর রংপুর ক্যাম্পাস মহানগরীর তাজহাট রোডে রংপুর রেলওয়ে স্টেশনের পার্শ্বে নিজস্ব বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 

যোগাযোগের ঠিকানা

  • তাজহাট রোড, আলম নগর, রংপুর সদর, রংপুর
  • ফোনঃ ০৫২১-৫৫৭১৯, ০১৮৩৩৪৪২৮১৮, ০১৭৮২০৯১১০১

Shyamoli Ideal Engineering College, Laxmipur

Shyamoli Ideal Polytechnic Institute
Shyamoli Ideal Engineering College, Laxmipur

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর লক্ষ্মীপুর ক্যাম্পাস জেলা সদরে বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং

যোগাযোগের ঠিকানা

  • আইডিয়াল ভবন (ঝুমুর হল সংলগ্ন), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
  • ফোনঃ ০৩৮১-৫৫২৫৬, ০১৭১৬৪৯৪৩১৬, ০১৭১৬৬২৬১৩৬

বিভিন্ন সুযোগ-সুবিধা সমূহ

ল্যাব ও ওয়ার্কশপঃ

Shyamoli Ideal Polytechnic Institute
  • টেক্সটাইল ল্যাব
  • অটোমোবাইল ল্যাব
  • টেকনিক্যাল ল্যাব
  • মেকানিক্যাল ল্যাব
  • কম্পিউটার ল্যাব
  • ফিজিক্স ল্যাব
  • কেমিস্ট্রি ল্যাব
  • মেরিন ল্যাব
  • শিপ বিল্ডিং ল্যাব
  • টেলিকমিউনিকেশন ল্যাব
  • বেসিক ওয়ার্কশপ
  • ইলেকট্রনিক ল্যাব
  • গার্মেন্টস এন্ড প্যাটার্ন মেকিং ল্যাব

লাইব্রেরি

SIPI এর রয়েছে বেশ সমৃদ্ধ লাইব্রেরি।পাঠ্য বই সহ অন্যান্য বই ছাড়াও এখানে রয়েছে সিডি, সাপ্তাহিক, মাসিক, ম্যাগাজিন, প্রতিদিনের সংবাদপত্র ইত্যাদি । শিক্ষার্থীরা রেফারেন্স বই এবং সংরক্ষিত উপকরণ বাদে অন্যান্য যেকোন শিক্ষা উপকরণ সর্বোচ্চ সাত দিনের জন্য ধার নিতে পারে। এছাড়া এখানকার সদস্যরা প্রয়োজনীয় তথ্য আহরণ করতে এবং নিজেকে সময়ের সাথে আপ-টু ডেট রাখার জন্য ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা পায়।

আবাসিক সুবিধা

প্রতিষ্ঠানটির মোট ছয়টি নিজস্ব হোস্টেল ভবন রয়েছে। এর মধ্যে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক ভবন আছে। প্রতিটি হোস্টেল ভবন চারতলা বিশিষ্ট। ছাত্রদের হলে রয়েছে ক্যান্টিন এবং কমন রুম। হোস্টেলগুলোর প্রতিটি ঘরে এটাচড বাথরুম এবং শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত সংখ্যক আসবাব রয়েছে। ডাইনিং সিস্টেমটি সাধারণত শিক্ষার্থীরা দেখাশুনা করে এবং প্রতিষ্ঠানটি এতে হস্তক্ষেপ করে না। অফিস থেকে কুক এবং ক্যান্টিন বয় সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের এই বাবদ কোন চার্জ দিতে হয় না।

যাতায়ত সুবিধা

SIPI-র ছাত্র এবং কর্মীদের জন্য এটি একটি সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা রয়েছে যা বেশ কিছু এলাকায় সেবা দিতে সক্ষম । প্রতিষ্ঠানটির রয়েছে শিক্ষার্থীদের জন্য তেরটি বাস এবং শিক্ষার্থী ও কর্মীদের জন্য পাঁচটি মাইক্রোবাস।

ট্যাগসমূহঃ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, shyamoli ideal polytechnic institute job circular, shyamoli ideal polytechnic institute lakshmipur, shyamoli ideal polytechnic institute result, shyamoli polytechnic institute, shyamoli ideal polytechnic institute admission circular, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষীপুর, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট মোহাম্মদপুর ঢাকা ১২০৭ ঢাকা, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদ উদ্যান, শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ভবন চট্টগ্রাম, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক চট্টগ্রাম, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক রংপুর

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...