Faridpur Polytechnic Institute / ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট – ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ এই পলিটেকনিক ইন্সটিটিউট যা সংক্ষেপে নামেও পরিচিত। ফরিদপুর শহরের পাশেই বায়তুল আমানে সুবিশাল এলাকা নিয়ে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানের পাশাপাশি স্কিল এবং ট্রেড বেসড প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রকৌশল গড়ে তুলতে যথেষ্ট সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছে।
অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৬ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান। বর্তমানে ২ হাজারের বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে।


ইতিহাস
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৩ সালে। প্রথমে এর নাম ফারিদপুর টেকনিক্যাল ইন্সটিটিউট দেয়া হলেও পরে ১৯৬৭ সালে তা পরিবর্তন করে রাখা হয় ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট।
Faridpur Polytechnic Institute / ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট
অবস্থান
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ফরিদপুর শহরের পাশে সরকারি রাজেন্দ্র কলেজের বায়তুল আমান ক্যাম্পাসের কাছেই অবস্থিত।
যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল–
- Faridpur Polytechnic Institute
- বায়তুল আমান, এ এফ মুজিবুর রহমান ( আইসিএস) সরণি, ফরিদপুর, ৭৮০৩।
- Contact : 88-0631-63598
- Fax: 88-0631-63598
- Email : principal.fpi@gmail.com
- Mobile : 0181856950
- Website : https://www.faridpurpolytechnic.gov.bd/
ক্যাম্পাস








- ২৩ একর জমিতে বিস্তৃত এই ক্যাম্পাসে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, অফিস, লাইব্রেরি, বিভিন্ন অনুষদের জন্য আলাদা আলাদা ভবন, শহীদ মিনার, নিজস্ব বিরাট খেলার মাঠ, পুকুর, ৫০০ ধারণ ক্ষমতা বিশিষ্ট অডিটোরিয়াম ভবন, ছাত্র মিলনায়তন।
- প্রতি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য আলাদা রয়েছে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সমৃদ্ধ ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি।
- এছাড়া রয়েছে ক্যাম্পাসের নিজস্ব মসজিদ, কৃষি ব্যাংকের ফরিদপুর পলিটেকনিক শাখা, একটি পোষ্ট অফিস, শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল স্ট্যান্ড।
- বিভিন্ন ফুলের বাগান এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও আছে।
- শিক্ষার্থীদের আবাসন সুবিধার জন্য আছে পর্যাপ্ত সিটসহ তিনটি আবাসিক হল।
ওয়ার্কশপ সমূহ


- ইলেকট্রিক্যাল ওয়্যারিং শপ
- ইলেকট্রিক্যাল মেশিন শপ
- সিভিল ম্যাশিনারি অ্যান্ড ম্যাশন শপ
- উড শপ
- মেশিন শপ
- ওয়েল্ডিং অ্যান্ড ফাউন্ড্রি শপ
- শিট মেটাল শপ
- অটো ডিজেল শপ
- রেফ্রিজারেশনিং ও এয়ারকন্ডিশনিং শপ
ল্যাব সমূহ
- ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ল্যাব
- অডিও ভিজ্যুয়াল ল্যাব
- সার্ভে ল্যাব
- লুব্রিক্যান্ট অ্যান্ড ফ্লুইড ল্যাব
- রেফ্রিজারেশন ল্যাব
- সফটওয়্যার ল্যাব-১
- সফটওয়্যার ল্যাব-২
- নেটওয়ার্ক ল্যাব
- কম্পিউটার ল্যাব
- ডিজিটাল ল্যাব
- ফিজিক্স ল্যাব
- কেমেস্ট্রি ল্যাব
- স্টিম অ্যান্ড গ্যাস ল্যাব
- হাইড্রোলিক্স ল্যাব
- প্লাম্বিং অ্যান্ড সয়েল টেস্টিং ম্যাকানিক্স ল্যাব
- সয়েল টেস্টিং ল্যাব
- ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব
- ড্রইং ল্যাব
লাইব্রেরি
প্রায় ৩০ হাজার বই সমৃদ্ধ FPI -এর এই লাইব্রেরিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফদের জন্য উন্মুক্ত। প্রতি শিক্ষা দিবসেই লাইব্রেরিটি খোলা থাকে। লাইব্রেরিতে বসে অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীরা কোন ফি ছাড়াই বই ইস্যু করে ধার নিতে পারে।
ডিপার্টমেন্ট
FPI-এ বর্তমানে মোট ছয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-
- পাওয়ার টেকনোলজি (৫০)
- কম্পিউটার টেকনোলজি (১০০)
- সিভিল টেকনোলজি (১০০)
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
- মেকানিক্যাল টেকনোলজি (১০০)
- রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি ()
এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ইংরেজি, ক্যামিস্ট্রি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।
ভর্তির যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
কোর্সের সময়সীমা
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
- এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ক্লাসের সময়সূচী
Faridpur polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
শিক্ষা ব্যবস্থা
এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
পড়াশুনার ব্যয়
সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।
শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা


ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে মোট তিনটি আবাসিক হল। এর মধ্যে দুইটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী হোস্টেল। এগুলো হল-
- শহীদ তিতুমির ছাত্রাবাস
- কবি আলাওল ছাত্রাবাস
- ছাত্রী হোস্টেল
ছাত্র সংগঠন
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।
ট্যাগসমূহঃ ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট, Faridpur polytechnic, Faridpur polytechnic institute Result, Faridpur polytechnic institute admission, ফরিদপুর পলিটেকনিক ভর্তি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা