Bogra Polytechnic Institute / বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট – বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম সুপরিচিত এবং বগুড়ার প্রসিদ্ধ সরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়ার শেরপুর রোডে মনোরম পরিবেশে ১৮ একর জমিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদানের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বজায় রাখার ব্যাপারে বেশ প্রশংসিত।
প্রতিষ্ঠানটি সমস্ত কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এর বর্তমান প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত ইঞ্জিঃ মোঃ শাহাদাৎ হোসেন এবং ভাইস প্রিন্সিপাল হচ্ছেন ইঞ্জিঃ মোঃ জয়নাল আবেদিন। প্রথম দিকে সিভিল এবং পাওয়ার এই দুটি অনুষদে তিন বছর মেয়াদি অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে শুরু হলেও, বর্তমানে ১০টি অনুষদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাদান করা হচ্ছে। বর্তমানে শিক্ষার্থী আছে প্রায় দেড় হাজারের মত।
Bogra Polytechnic Institute / বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট
ইতিহাস
ফোর্ড ফাউন্ডেশন ১৯৫৫ সালে বাংলাদেশে যে ৬টি পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞাপন জারী করে তার মধ্যে Bogra polytechnic institute অন্যতম। এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬২ সালে এবং পাঠ্যক্রম চালনা হত ওকলাহোমা ইউনিভার্সিটির অধীনে। শুরুর দিকে এর কার্যক্রম পরিচালনা হতো বগুড়া শহরের কেন্দ্রস্থলে এডওয়ার্ড ইন্ডাষ্ট্রিয়াল স্কুল ক্যাম্পাসে। সেই সময়ে এখানে কোর্সগুলো ছিল তিন বছর মেয়াদি। পরবর্তিতে কার্যক্রম প্রসারের লক্ষ্যে ১৯৭৭ সালে এর ক্যাম্পাস সরিয়ে আনা হয় বগুরা শহরের প্রবেশ পথে বগুরা পুলিশ লাইন্সের বিপরীতে শেরপুর রোডে।
অবস্থান
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠানটি শেরপুর রোডের লতিফপুরে অবস্থিত। এর কাছেই রয়েছে পুলিশ লাইন এবং ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট। যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল-
- Bogra Polytechnic Institute
- শেরপুর রোড, কলোনী, বগুড়া
- Contact : 051-66152
- Fax : 051-66152
- Email : bogra_poly@yahoo.com
- Mobile : 01716991274
- Website : www.bograpoly.gov.bd
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট/ Bogra Polytechnic Institute
ক্যাম্পাস


Bogra Polytechnic Institute এর ক্যাম্পাসটি বগুড়ার দক্ষিণাংশে কলোনিতে অবস্থিত।
নিচে ক্যাম্পাসের বর্ণনা দেয়া হলোঃ
- Bogra Polytechnic Institute প্রশাসনিক কাম একাডেমিক ভবনটি তিনতলা বিশিষ্ট।
- শিক্ষার্থীদের পাঠদানের জন্য এখানে আছে ৪৫টি ক্লাসরুম।
- ভবনের সামনের অংশটি চমৎকার একটি বাগান আর ফোয়ারা দ্বারা সজ্জিত।
- এছাড়া লাইব্রেরি, ওয়ার্কশপ, ল্যাব এবং ক্যাফেটেরিয়া রয়েছে ক্যাম্পাসটিতে।
- আবাসিক অংশে ছাত্র ও ছাত্রী জন্য পৃথক পৃথক চারটি হল ছাড়াও আরেকটি আবাসিক ভবন রয়েছে।
- পুরো আবাসিক এলাকাটিতে বিভিন্ন রকম গাছের সবুজ সমারোহ আছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মূল প্রবেশপথ থেকে শুরু করে, মূল ভবনের গেটে এবং প্রত্যেকটি ছাত্রাবাস ও আবাসিক ভবনের গেটে রয়েছে নিরাপত্তা রক্ষী গার্ড।
ডিপার্টমেন্ট
Bogra polytechnic institute বর্তমানে মোট নয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-
- পাওয়ার টেকনোলজি (৫0)
- কম্পিউটার টেকনোলজি (৫0)
- সিভিল টেকনোলজি (১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (৫0)
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
- মেকানিক্যাল টেকনোলজি (১০০)
- আর.এ.সি টেকনোলজি (৫0)
- আর.এ.এস টেকনোলজি
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি (৫0)
- মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি (৫0)
এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয়গুলো পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।
ভর্তির যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হতে পারে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
কোর্সের সময়সীমা
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
- এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ক্লাসের সময়সূচী
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
শিক্ষা ব্যবস্থা
এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতি বছরে দুটি সেমিস্টার থাকে। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
পড়াশুনার ব্যয়
সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।
শিক্ষার্থীদের আবাসিক হল


দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে প্রতিষ্ঠানটিতে রয়েছে মোট চারটি আবাসিক হল। এর মাঝে তিনটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল।
- দক্ষিণ প্রান্তিক হল।
- পান্থশালা।
- উত্তর প্রান্তিক হল।
- করতোয়া ( মহিলা হল )।
ট্যাগসমূহঃ বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট. Bogra polytechnic institute, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া, বগুড়া সরকারি পলিটেকনিক, বগুড়া সরকারি পলিটেকনিক কলেজ, সরকারি পলিটেকনিক কলেজের তালিকা, bogra polytechnic institute campus, bogra polytechnic institute logo