Tangail Polytechnic Institute | টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট

Tangail Polytechnic Institute / টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট – একটি দেশের শিল্পের উন্নতি ও অগ্রগতির জন্য কর্মদক্ষ জনশক্তি তৈরির জন্য প্রযুক্তিগত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল লক্ষ্য হল সর্বাধিক যুগোপযোগী ও আধুনিক কৌশল নিয়ে দেশ-বিদেশের জন্য দক্ষ জনশক্তি এবং বিপণনযোগ্য কর্মশক্তি উত্পাদন করা। একটিমাত্র টেকনোলজি নিয়ে শুরু করলেও বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৫ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ইঞ্জিঃ মোঃ আনোয়ার হোসেন।  

ইতিহাস

  • হুসেইন মোঃ এরশাদ ১৯৯১ সালে ইন্সটিটিউটটি প্রতিষ্ঠা করেন।
  • শুধুমাত্র ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ৪০ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়।
  • এরপর ১৯৯২ সালে ইলেকট্রনিক্স, ২০০৩ সালে কম্পিউটার, ২০০৬ সালে টেলিকমিউনিকেশন এবং কনস্ট্রাকশন, এবং ২০১৮ তে মেকানিক্যাল টেকনোলজি যুক্ত হয়।

Tangail Polytechnic Institute / টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট

অবস্থান

টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট টাঙ্গাইলের কেন্দ্রে নতুন বাস টার্মিনাল থেকে আধা কি.মি. উত্তরে দূরে, টাঙ্গাইল – ময়মনসিংহ রোডের দক্ষিণে বন বিভাগের অফিস দুইটির সামনে অবস্থিত।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • Tangail Polytechnic Institute
  • B.A.U. Madrasah Deola,Tangail- 1900
  • Contact : 0921-63237
  • Fax: 09 21-63237
  • Email : tangpoly1991@gmail.com
  • Website : https://tpi.gov.bd/

ক্যাম্পাস

Tangail polytechnic institute
Tangail polytechnic institute মূল ভবন
Tangail polytechnic institute
মসজিদ
Tangail polytechnic institute
শহীদ মিনার
Tangail polytechnic institute
ওয়ার্কশপ
  • টিপিআই ক্যাম্পাসটি ৯ একরের সুবিস্তৃত জমি নিয়ে সবুজ মনোরম পরিবেশে অবস্থিত।
  • ক্যাম্পাসে মূল ভবনটি ছাড়াও রয়েছে একাধিক ভবন। একাডেমিক কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত ক্লাস রুম ছাড়াও রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি, অফিস, বিশাল খেলার মাঠ, মসজিদ, সাইকেল স্ট্যান্ড, কনফারেন্স রুম, শহীদ মিনার, ছাত্রদের দ্বারা পরিচালিত একটি কম্পিউটার সার্ভিস সেন্টার প্রভৃতি।
  • যুগোপযোগী ব্যবহারিক শিক্ষার জন্য আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ বেশ কিছু ওয়ার্কশপ ও ল্যাব রয়েছে। এর মধ্যে আছে উড শপ, টেস্টিং ল্যাব, কনস্ট্রাকশন ল্যাব, সফটওয়্যার ল্যাব, হার্ডওয়্যার ল্যাব, ইলেকট্রনিক ল্যাব, রেডিও এন্ড টিভি ল্যাব, বেসিক ইলেকট্রনিক্স ল্যাব। এছাড়া রয়েছে পর্যাপ্ত কম্পিউটার নিয়ে একটি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাব যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা রিসার্চ ও ডেভেলপমেন্টের কাজ করতে পারে।
  • শিক্ষার্থীদের উপযুক্ত পাঠদান নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানে আছে ১০৪ জন শিক্ষক এবং স্টাফ।
  • ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক হল।

ডিপার্টমেন্ট  

Tangail polytechnic institute বর্তমানে মোট ছয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • টেলিকমিউনিকেশন টেকনোলজি (১০০)  
  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • কনস্ট্রাকশন টেকনোলজি (৫০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (১০০)
  • মেকানিক্যাল টেকনোলজি

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

প্রতি সেমিস্টারে পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ভাবে বৃত্তির সুবিধা পেয়ে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নেও কিছু শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Tangail polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

Tangail polytechnic institute
ছাত্রাবাস

টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল।   

ছাত্র সংগঠন

টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Tangail polytechnic institute, টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট, Tangail polytechnic, Tangail polytechnic institute Result, Tangail polytechnic institute website, Tangail polytechnic institute admission, টাংগাইল পলিটেকনিক ভর্তি, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, polytechnic institute logo, tangail polytechnic institute code, tangail polytechnic all subject, tangail polytechnic institute ranking, tangail polytechnic institute address, tpi polytechnic

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...