সার্ভেয়ার ক্যারিয়ার – চাকরি এবং অন্যান্য | Surveyor

সার্ভেয়ার / Surveyor – একজন সার্ভেয়ার বিভিন্ন নির্মাণ প্রকল্পগুলির জন্য সম্পত্তির সীমানা নির্ধারন সম্পর্কিত পরিমাপের কাজ করে থাকেন। এছাড়া কোন স্থানের মানচিত্র তৈরি, খনন এবং আইনী উদ্দেশ্যের জন্য দরকারী ডাটা সরবরাহ করে থাকেন। তার কাজ হল মূলত কোনও স্থান বা প্রদত্ত ভৌগলিক অঞ্চলের কনফিগারেশন সনাক্তকরণ, জ্যামিতিক গণনা পরিচালনা করা এবং 2D এবং 3D  গ্রাফিক উপস্থাপনা বা মডেলগুলি নিয়ে কাজ করা এবং সম্পত্তি বা ল্যান্ড ডেভলপমেন্টের জন্য সেসব তথ্য ব্যবহার করা।

বিভিন্ন ধরনের সার্ভে

যদিও সাধারণভাবে সার্ভে বা Surveyor শুনলে আমরা ভূমি সম্পর্কিত মাপজোখ বুঝি, কিন্তু সার্ভে বা এর কাজের ক্ষেত্র অনেক ব্যাপক। সার্ভে অনেক ধরনের হয়। যেমন-

  • ভূমি সার্ভে
  • ভূ-সংস্থানিক সার্ভে
  • নগর সার্ভে
  • প্রকৌশল সার্ভে
  • সমুদ্রিক সার্ভে
  • শিপ সার্ভে
  • কন্টেনার সার্ভে
  • সামরিক সার্ভে
  • প্রত্নতাত্ত্বিক সার্ভে
  • খনি সার্ভে
  • ভূতাত্ত্বিক সার্ভে
  • কম্পাস সার্ভে
  • প্লেন টেবিল সার্ভে
  • থিওডোলাইট সার্ভে
  • ট্যাকোমিটার সার্ভে
  • বিমান অলোকচিত্র সার্ভে

সার্ভেয়ার / Surveyor

একজন Surveyor সম্পর্কে কিছু তথ্য

পদের নাম- সার্ভেয়ার

জবের ধরন- ফুল টাইম, কন্ট্রাক্টচুয়াল

জবের ক্ষেত্র- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান

এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা- প্রতিষ্ঠানভেদে ০-৩ বছর

এন্ট্রি লেভেলে বেতন- ২০,০০০ টাকা হতে পারে

এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স- ২৫-৩০ বছর

যোগ্যতা- ভূমি জরিপ সঙ্ক্রান্ত অভিজ্ঞতা

সার্ভেয়ার-এর দায়িত্ব ও কাজ

  • জরিপ কাজ সম্পাদনের জন্য কাজের পরিকল্পনা ও পদ্ধতি বিকাশ করা।
  • বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত জমি নির্ধারন এবং ভূমি বরাদ্ধ ব্যয়ের পরিমাণ নিরূপণ করা।
  • জমির ডাটা সংগ্রহ এবং বিশ্লেষণ করা।
  • জটিল জরিপ এবং ইঞ্জিনিয়ারিং গণনার কাজ করা।
  • মাঠের কাজের সময় নিরাপদ কাজের অনুশীলন এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
  • কাজ এবং রেকর্ডে নিয়মিত স্পট চেকের ব্যবস্থা করা।
  • চুক্তির প্রয়োজনীয়তা অনুসারে সমস্ত যন্ত্র এবং উপকরণের নিবন্ধ রক্ষণ করা।
  • নির্মানের জন্য মানচিত্র তৈরিকরণ এবং অন্যান্য উদ্দেশ্যে পয়েন্ট, উচ্চতা, লাইন, অঞ্চল এবং রূপসমূহের সঠিক অবস্থান এবং পরিমাপ নির্ধারণের জন্য সমীক্ষা পরিচালনা করা।
  • সম্পাদিত কাজটি বর্ণনা এবং প্রত্যয়িত করতে সঠিক নোট, রেকর্ড এবং স্কেচ রাখা।
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সঠিক অবস্থান নির্ধারণ করতে জমি পরিদর্শন করা এবং পরিচিত রেফারেন্স পয়েন্টগুলি ব্যবহার করা।
  • জমি রেকর্ড, জরিপ রেকর্ড এবং জমির শিরোনাম নিয়ে গবেষণা করা।
  • সীমানা রেখা কোথায় অবস্থিত তা নির্ধারণ করতে পূর্বের সীমানার প্রমাণ অনুসন্ধান করা।
  • জরিপের ফলাফল রেকর্ড করুন এবং তথ্যের যথার্থতা যাচাই করা।
  • প্লট, মানচিত্র এবং প্রতিবেদন প্রস্তুত করা।
  • ক্লায়েন্ট এবং সরকারী সংস্থাগুলির কাছে অনুসন্ধান উপস্থাপন করা।
  • কাজ, ইজারা এবং অন্যান্য আইনী নথিপত্রের জন্য সরকারী জমি এবং জলের সীমানা স্থাপন এবং জরিপ কাজের বিষয়ে আদালতে সাক্ষ্য প্রদান করা।
  • জরিপকারীরা আইনি সম্পত্তি লাইনগুলির অবস্থান চিহ্নিত করে তা নথিভুক্ত করা। উদাহরণস্বরূপ, যখন কোনও বাড়ি বা বাণিজ্যিক ভবন কেনা বা বিক্রয় করা হয় তখন জরিপকারীরা এসম্পর্কিত ঝামেলা সমাধানের জন্য সম্পত্তি সীমা চিহ্নিত করে থাকেন।

সার্ভেয়ার কোথায় এবং কি কি পদে চাকরি পেতে পারেন

একজন জরিপকারী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। যেমন- ভূমি অফিস, জেলা পরিষদ। উপজেলা পরিষদ। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন রিয়েল এস্টেট এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, কন্সট্রাকশন কোম্পানিতেও এদের চাহিদা রয়েছে। এসব প্রতিষ্ঠানে যেসব পদে তাদের চাকরি হতে পারে সেগুলো হল-

  • কন্সট্রাকশন জরিপকারী
  • বাউন্ডারি জরিপকারী
  • হাইড্রোগ্রাফিক জরিপকারী
  • রেসিডেনশিয়াল – কমার্শিয়াল – রুরাল জরিপকারী
  • রেল জরিপকারী
  • অয়েল জরিপকারী
  • গ্যাস জরিপকারী
  • রোড এন্ড হাইওয়ে জরিপকারী
  • মিনারেল এন্ড ওয়েস্ট জরিপকারী
  • এক্সপার্ট উইটনেস
  • জিওডিসিস্ট
  • জিআইএস অ্যানালিস্ট প্রভৃতি।

এই পেশার জন্য কি কি ধরণের যোগ্যতা লাগে

  • প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করতে হয়।
  • তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য সাবজেক্টে গ্রাজুয়েশন করেও এই পেশায় আসা যায়।
  • এছাড়া বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট-এ সার্ভের উপর চার বছর মেয়াদি কোর্সের ব্যবস্থা আছে। এখান থেকে প্রশিক্ষণ নিলে এই পেশায় কদর আছে। কারণ কন্সট্রাকশন এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে গেলে প্রশিক্ষণ প্রয়োজন হয়। তবে এই পেশায় কাজ মাঠ নির্ভর এবং বেশ পরিশ্রম সাপেক্ষ বলে প্রতিষ্ঠানগুলো চাকরির বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পুরুষপ্রার্থী চেয়ে থাকে। মেয়েদের জন্য এ পেশায় তেমন একটা সম্ভাবনা নেই।

সার্ভেয়ার-এর আয়

এন্ট্রি লেভেলে সম্ভাব্য বেতন হতে পারে ২০ হাজার টাকা। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে তা বেড়ে সর্বোচ্চ ৬০ হাজার পর্যন্ত হতে পারে।

ক্যারিয়ার হিসেবে Surveyor

বিভিন্ন প্রতিষ্ঠানে অভিজ্ঞ Surveyor-এর যথেষ্ট চাহিদা আছে। আবার অনেকেই কন্ট্রাক্টর হিসেবেও কাজ করেন। তবে এই পেশায় ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে কোন একটি ভালো পর্যায়ে পৌঁছানোর কোন সুযোগ নাই।

ট্যাগ

Surveyor, what is a surveyor salary, surveyor synonym, surveyor jobs, surveyor job description, land surveyor, how to pronounce surveyor, land surveyor definition, land surveyor course, সার্ভেয়ার ভর্তি, সার্ভেয়ার ডিপ্লোমা, সার্ভেয়ার ট্রেনিং, সরকারি সার্ভেয়ার, সার্ভেয়ার নিয়োগ, সার্ভেয়ার কোর্স, সার্ভেয়ার লাইসেন্স, আমিন বা সার্ভেয়ার, property survey, field surveyor, সার্ভেয়ার প্রশিক্ষণ, সার্ভেয়ার ট্রেনিং সেন্টার ঢাকা, সার্ভেয়ার কোর্স চট্টগ্রাম, সার্ভেয়ার মানে কি, জরিপকারী

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...