Rajshahi Polytechnic Institute / রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট – “জ্ঞানই আলো” এই মূলমন্ত্র নিয়ে ১৯৬৩ সালে যাত্রা শুরু হয়েছিল রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের। রাজশাহী শহরের কেন্দ্র হতে ২ কিমি দূরে ১৫ একরের বিশাল এলাকা নিয়ে এই প্রতিষ্ঠান। বাংলাদেশের সেরা ১০ পলিটেকনিক ইন্সটিটিউট মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানের পাশাপাশি স্কিল এবং ট্রেড বেসড প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রকৌশল গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করছে।
অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি বহুমুখী কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৮ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ এবং উপাধ্যক্ষ হলেন মোঃ আলতাফ হোসেন।
ইতিহাস
কারিগরি শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৬৩ সালে রাজশাহীর সপুরাতে প্রতিষ্ঠিত হয়। এটি তৈরি করতে ব্যয় হয়েছিল তৎকালীন ১৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব বদরুল হুদা। প্রথম দিকে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এই দুই অনুষদ চালু হলেও পরবর্তিতে প্রযুক্তি ও শিক্ষার উন্নয়নের সাথে তাল মিলিয়ে বর্তমানে মোট আটটি অনুষদে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।
Rajshahi Polytechnic Institute / রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট
অবস্থান
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট রাজশাহীর বিমান বন্দর সড়কের পাশে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের কাছে অবস্থিত।
যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল–
- Rajshahi Polytechnic Institute
- সপুরা, রাজশাহী
- Contact : +৮৮০-১৯৯২০০৬৬১৬
- Fax: 0721-761977
- Email : pRincipal@Rpi.gov.bd
- Mobile : 0721-761977
- Website : https://Rpi.gov.bd/
ক্যাম্পাস




- ক্যাম্পাসটি প্রায় ১৫ একর জমির উপর সুবিশাল জায়গা জুড়ে বিস্তৃত।
- প্রশাসনিক এবং একাডেমিক ভবন মিলিয়ে মোট সাতটি ভবন আছে।
- এছাড়া প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা ল্যাব ও ওয়ার্কশপ ফ্যাসিলিটি, একটি মসজিদ, একটি বড় অডিটোরিয়াম, বড় একটি মাঠ, একটি পুকুর, শহীদ মিনার এবং ক্যাফেটেরিয়া রয়েছে এই ক্যাম্পাসে।
- শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি আবাসিক হল।
- পুরো ক্যাম্পাসটি গাছপালা দিয়ে ঘেরা সবুজ ও মনোরম পরিবেশে অবস্থিত।
ডিপার্টমেন্ট


Rajshahi polytechnic institute -এ বর্তমানে মোট আটটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-
- পাওয়ার টেকনোলজি (৫০)
- কম্পিউটার টেকনোলজি (১০০)
- সিভিল টেকনোলজি (১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
- মেকানিক্যাল টেকনোলজি (১০০)
- ইলেকট্রো – মেডিক্যাল টেকনোলজি (৫০)
- মেকাট্রনিক্স টেকনোলজি (৫০)
এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয়গুলো পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।
ভর্তির যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
কোর্সের সময়সীমা
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
- এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ক্লাসের সময়সূচী
Rajshahi polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
শিক্ষা ব্যবস্থা
এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
পড়াশুনার ব্যয়
সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।
শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা


রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে মোট তিনটি আবাসিক হল। এর মধ্যে দুইটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।
- শাহ রহমতুল্লাহ (রহঃ) ছাত্রাবাস
- শহীদ মোনায়েম ছাত্রাবাস
- গার্লস হোস্টেল
ছাত্র সংগঠন
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।
ট্যাগসমূহঃ Rajshahi polytechnic institute, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, Rajshahi polytechnic, Rajshahi polytechnic institute Result, Rajshahi polytechnic institute logo, Rajshahi polytechnic institute website, রাজশাহী পলিটেকনিক ভর্তি, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা