National Polytechnic Institute | ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট

National Polytechnic Institute/ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট – NPI বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সরকার অনুমোদিত বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট। বেসরকারী খাতে জাতীয় প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নের জন্য ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় NPI Engineers LTD। National Polytechnic Institute – এর বিভিন্ন শাখাগুলো তাদেরই প্রতিষ্ঠান যেগুলো অন্যান্য বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোর মত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) দ্বারা অনুমোদিত।

জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ আরও বেশ কিছু টেকনোলজিতে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরিচালনা করে আসছে। এদের তিনটি ক্যাম্পাসে প্রায় চার হাজার শিক্ষার্থী বর্তমানে ভর্তি রয়েছেন। এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৭৫ জন ফুল টাইম এবং ১৫০ জন পার্ট-টাইম প্রশিক্ষিত ফেকাল্টি মেম্বার রয়েছেন যারা উচ্চ দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞ। এদের শাখাগুলো ঢাকার ফার্মগেট, ফরিদপুরে কমলাপুর, এবং মানিকগঞ্জে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। এর একাডেমিক কার্যক্রম BTEB অধীনে পরিচালিত হয়।

ক্যাম্পাস সমূহ

 • National Polytechnic Institute, Dhaka (Main Branch)
 • National Polytechnic Institute, Faridpur
 • National Polytechnic Institute, Manikganj

National Polytechnic Institute, Main Branch

National Polytechnic Institute
National Polytechnic Institute, Fargmate

যোগাযোগের ঠিকানাঃ

 • ১৮২/১ পুর্ব তেজতুরি বাজার ( সরকারি বিজ্ঞান কলেজের সামনে ), ফার্মগেট, ঢাকা-১২১৫।
 • ইমেইলঃ info@npi.edu.bd
 • মোবাইল: 01799-445774,01711-240266, 01911-316010
 • ওয়েবসাইটঃ http://npi.edu.bd/

ডিপার্টমেন্ট

 • আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইনিং
 • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
 • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
 • আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং
 • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
 • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
 • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
 • সিভিল ইঞ্জিনিয়ারিং
 • গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
 • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
 • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
 • মেরিন ইঞ্জিনিয়ারিং
 • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং

National Polytechnic Institute, Faridpur

National Polytechnic Institute
National Polytechnic Institute, Faridpur

বর্তমানে এই ক্যাম্পাসে যে সকল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স করার সুযোগ আছে সেগুলো হল-

 • কম্পিউটার টেকনোলজি (৬০)
 • সিভিল টেকনোলজি (১২০)
 • ইলেকট্রনিক্স টেকনোলজি (৬০)
 • ইলেকট্রিক্যাল টেকনোলজি (৬০)
 • আর্কিটেকচার টেকনোলজি (৬০)

যোগাযোগের ঠিকানাঃ

 • ১১৬ ঈদগাহ সড়ক, কমলাপুর, ফরিদপুর।
 • ফোনঃ 0631-65191
 • মোবাইলঃ 01712-074926, 01711-349947, 01711-855030

National Polytechnic Institute, Manikganj

National Polytechnic Institute
National Polytechnic Institute, Manikganj

এই ক্যাম্পাসের যে সকল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স করার সুযোগ আছে সেগুলো হল-

 • কম্পিউটার টেকনোলজি (৬০)
 • সিভিল টেকনোলজি (৬০)
 • ইলেকট্রিক্যাল টেকনোলজি (৬০)

যোগাযোগের ঠিকানাঃ

 • ১৭৩/৩ নারাঙ্গাই, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ।
 • মোবাইলঃ 01735782829, 01711-349947

সুবিধাসমূহ

 • শিক্ষার্থীদের যুগোপযোগী প্রকৌশল জ্ঞানদান নিশ্চিত করতে অভিজ্ঞ এবং  উচ্চতর ট্রেনিং প্রাপ্ত নিবেদিত শিক্ষকবৃন্দ এবং স্টাফ এনপিআই-এর শিক্ষাদান কার্যক্রমে নিযুক্ত আছেন।
 • পর্যাপ্তভাবে রুচিসম্মত এবং পাঠ উপযোগী শিক্ষাবন্ধব উপকরণে সজ্জিত।
 • এনপিআই অন্যান্য বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের তুলনায় ন্যূনতম টিউশন ফিতে দক্ষ মধ্যমানের ইঞ্জিনিয়ার তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
 • পুরোপুরি এয়ার কুলড কম্পিউটার ল্যাব যেখানে প্রতি শিক্ষার্থীর জন্য একটি করে কম্পিউটার রয়েছে।
 • মাল্টি-মিডিয়া, ওএইচপি এবং অন্যান্য আধুনিক পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হয়।
 • আইসিটি ল্যাবগুলোতে উচ্চগতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে।
 • নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সরবরাহ নিশ্চিত করতে রয়েছে নিজস্ব পাওয়ার স্টেশন।
 • বিশুদ্ধ খাবার পানির সরবরাহের জন্য আছে নিজস্ব হোম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।

খরচ

বেসরকারি হলেও NPI তুলনামূলক কম টিউশন ফি সহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে।

শিফট

১৯৯৪-৯৫ সেশন থেকে এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো দুই শিফটে হয়ে আসছে।

 • প্রথম শিফট শুরু হয় সকাল ৮ টায় এবং শেষ হয় দুপুর ১.৩৫।
 • দ্বিতীয় শিফট শুরু হয় দুপুর ১.৩৫ এবং শেষ হয় সন্ধ্যা ৭.৪০ এ।

স্কলারশিপ এবং অন্যান্য

ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ১০০% পর্যন্ত মউকুফের সুযোগ আছে।

খরচ, ভর্তি, ও অন্যান্য তথ্যঃ

উপরের ছবিটি ডাউনলোড করুনঃ npi.pdf

ট্যাগসমূহঃ National Polytechnic Institute, ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট, national polytechnic, national polytechnic institute logo, national polytechnic application form, national polytechnic institute manikganj, national polytechnic institute admission, national polytechnic institute all department, polytechnic institute in Dhaka, বেসরকারি পলিটেকনিক খরচ, বাংলাদেশের সেরা বেসরকারি পলিটেকনিক

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...