Mymensingh Polytechnic Institute | ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট

Mymensingh Polytechnic Institute / ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট – ১৯৬২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে মধ্যম শ্রেণীর প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদার প্রকৌশল তৈরি করার লক্ষ্য নিয়ে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রমের মূল কেন্দ্র ও লক্ষ্য হল সর্বাধিক যুগোপযোগী ও আধুনিক কৌশল নিয়ে দেশ-বিদেশের জন্য দক্ষ জনশক্তি এবং বিপণন যোগ্য কর্মশক্তি উৎপাদন করা।

শুরুতে মাত্র ৩ টি টেকনোলজি থাকলেও বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৭ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। বর্তমানে এখানে ২ হাজারের উপর শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট গুলোর মত ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন সৈয়দ ফারুক আহম্মদ এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শওকত হোসেন।

Mymensingh Polytechnic Institute / ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট

Mymensingh Polytechnic Institute
মূল ভবন

ইতিহাস

  • ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
  • মাত্র তিনটি টেকনোলজি এবং ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের।
  • পরবর্তিতে ফার্ম টেকনোলজি যুক্ত হলেও ৮০-র দশকের তা পাওয়ার টেকনোলজিতে পরিবর্তিত হয়।
  • প্রতিষ্ঠাকালে অধ্যক্ষ ছিলেন ইঞ্জিঃ মোঃ শাহজাহান।

অবস্থান

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট সীমান্ত জেলা ময়মনসিংহের মাসকান্দায় ময়মনসিংহ রেলগেট থেকে ৩ কিমি দক্ষিণে অবস্থিত। প্রতিষ্ঠানটির কাছেই উত্তর দিকে আছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এবং দক্ষিণে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও আন্তঃজেলা বাস টার্মিনাল।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

ক্যাম্পাস

Mymensingh Polytechnic Institute
Mymensingh Polytechnic Institute -এর একাংশ
Mymensingh Polytechnic Institute
মসজিদ
Mymensingh Polytechnic Institute
শহীদ মিনার
Mymensingh Polytechnic Institute
কিন্ডার গার্ডেন
হল সংলগ্ন খেলার মাঠ
  • ২৭ একরেরও বেশি জায়গা নিয়ে অবস্থিত এই ক্যাম্পাসটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দ্বারা দুই অংশে বিভক্ত।
  • সড়কের পূর্বদিকে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক মূল ভবনটি, শহীদ মিনার বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ ও ল্যাব।
  • ৪০০ ধারণ ক্ষমতা বিশিষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়াম, মসজিদ, রোভার ডেন, নিজস্ব একটি জেনারেল স্টোর, শিক্ষক ও কর্মচারিদের কোয়ার্টারসমূহ এবং ছাত্রী হোস্টেল। পশ্চিম পাশে আছে পুকুর, দুইটি খেলার মাঠ এবং দুইটি ছাত্র হোস্টেল।

ডিপার্টমেন্ট  

Mymensingh Polytechnic Institute -এ বর্তমানে মোট নয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • পাওয়ার টেকনোলজি (১০০)  
  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • সিভিল টেকনোলজি (১৫০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১৫০)
  • মেকানিক্যাল টেকনোলজি (১০০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রো – মেডিক্যাল টেকনিক্যাল (১০০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Mymensingh polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

Mymensingh Polytechnic Institute
শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাত্রাবাস

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে তিনটি আবাসিক হল। এর মধ্যে দুইটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল। এগুলো হল-

  • শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাত্রাবাস
  • শহীদ খাইরুল ছাত্রাবাস
  • মহুয়া ছাত্রীনিবাস

ছাত্র সংগঠন

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Mymensingh polytechnic institute, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট, Mymensingh polytechnic, Mymensingh polytechnic institute Result, Mymensingh polytechnic institute website, Mymensingh polytechnic institute admission, ময়মনসিংহ পলিটেকনিক ভর্তি, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...