Kushtia Polytechnic Institute / কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট – কুষ্টিয়ার পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান। কুষ্টিয়ার কেন্দ্রে কলেজ রোড এলাকায় অবস্থিত এই বহুমূখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৪ সালে এবং সেই শুরু থেকেই দক্ষ প্রকৌশল তৈরির কারিগর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেয়া অনেক শিক্ষার্থী দেশ বিদেশে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটও শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে ছয়টি অনুষদের ডিপ্লোমা কোর্সে দুই হাজারের উপর শিক্ষার্থী আছে। প্রতিষ্ঠানটির বর্তমান প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মোশাররফ হোসেন।
ইতিহাস


১৯৬৪ সালে দুইটি ডিপার্টমেন্ট এবং হাতেগোনা কিছু শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু হয়েছিল কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের। পরবর্তিতে বাকি বাকি অনুষদগুলো যোগ হয়ে বর্তমানে ৬ টি টেকনোলজিতে শিক্ষাদান হচ্ছে। তবে পূর্বে এখানে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ছিল, ২০০০ সালের পর থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা চালু হয়।
Kushtia Polytechnic Institute / কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
অবস্থান
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন রোডে কাটাইখানা মোড়ের কাছে অবস্থিত।
যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল–
- Kusthia Polytechnic Institute
- M. M. Hossen road, Kushtia, 7000.
- Contact : +8807162066
- Email : kpiprincipal.27040@gmail.com
- Mobile : 01716-247515
- Website : http://kushtiapi.gov.bd/
ক্যাম্পাস






- মূল ক্যাম্পাসে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন, অফিস, লাইব্রেরি, ৫০০ ধারণ ক্ষমতা বিশিষ্ট অডিটোরিয়াম ভবন, একটি বড় মাঠ, পুকুর, মসজিদ, শহীদ মিনার, তিনটি ওয়ার্কশপ ভবন, ।
- বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ এবং ল্যাব।
- শিক্ষক ও শিক্ষার্থীদের থাকার জন্য একটি টিচার্স ডরমেটরি, দুইটি ছাত্র হোস্টেল এবং একটি ছাত্রী হোস্টেল।
- পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে বাগান আর বিভিন্ন গাছপালায় ছাওয়া মনোরম পরিবেশ।
ডিপার্টমেন্ট


Kushtia Polytechnic Institute -এ বর্তমানে মোট ছয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-
- পাওয়ার টেকনোলজি (৫০)
- কম্পিউটার টেকনোলজি (৫০)
- সিভিল টেকনোলজি (১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
- মেকানিক্যাল টেকনোলজি (৫০)
এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ইংরেজি, ফিজিক্স প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।
ভর্তির যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
কোর্সের সময়সীমা
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
- এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ক্লাসের সময়সূচী
Kushtia Polytechnic Institute –এ ক্লাস হয় দুই শিফটে।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
শিক্ষা ব্যবস্থা
এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
পড়াশুনার ব্যয়
সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।
আবাসিক ব্যবস্থা


কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে মোট তিনটি আবাসিক হল। এর মধ্যে দুইটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।
- লালন শাহ হোস্টেল
- মীর মোশাররফ হোসেন হোস্টেল
- গার্লস হোস্টেল
এছাড়া শিক্ষকদের জন্য আছে ব্যাচেলর টিচার্স ডরমেটরি।
ছাত্র সংগঠন
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।
ট্যাগসমূহঃ kushtia polytechnic institute, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট, kushtia polytechnic, সরকারি পলিটেকনিকে ভর্তি, kushtia polytechnic institute admission.