Feni Polytechnic Institute | ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট

Feni Polytechnic Institute / ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট – এটি দেশের অন্যতম প্রাচীন এবং স্বনামধন্য প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে। মধ্যম শ্রেণীর প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদার প্রকৌশল তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কার্যকর ও বাস্তবমুখী শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশী ও দেশীয় উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের অনেক সুযোগ উন্মুক্ত করেছে যা দেশের আর্থিক এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২ টি টেকনোলজি এর যাত্রা শুরু হলেও বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৭ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত ফেনী  পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন মোঃ মোস্তাফিজুর রহমান খান এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিঃ সৈয়দ ফারুক আহমদ।  

ইতিহাস

  • দেশে দক্ষ কারিগর গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৪ সালের ২৯ শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ফেনী টেকনিক্যাল ইন্সটিটিউট।
  • সিভিল এবং মেকানিক্যাল এই দুই টেকনোলজি নিয়ে যাত্রা শুরু হলেও ১৯৭২ সালে যুক্ত হয় পাওয়ার টেকনোলজি। সেই সাথে প্রতিষ্ঠানটি ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে পরিবর্তিত হয়।
  • এরপর পর্যায়ক্রমে ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং সর্বশেষে ২০০৬ সালে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং টেকনোলজি যুক্ত হয়েছে।

Feni Polytechnic Institute / ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট

Feni Polytechnic Institute
শাহিন চত্বর – ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট

অবস্থান

ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট পুরাতন ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কাছে ফেনী সদর হাসপাতাল থেকে আধা কি.মি. পূর্বে অবস্থিত।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট
  • ছাগলনাইয়া, ফেনী ৩৯০০।
  • Contact : 0331-74030
  • Fax:  0331-69031
  • Mobile: 01688709257 (Principal)
  • Email : info@fenipoly.edu.bd  / reg_fpi@fenipoly.edu.bd  
  • Website : https://www.fenipoly.edu.bd/

ক্যাম্পাস

Feni Polytechnic Institute
একাডেমিক ভবন
Feni Polytechnic Institute
প্রশাসনিক ভবন
Feni Polytechnic Institute
মসজিদ
Feni Polytechnic Institute
Feni Polytechnic Institute পার্ক
  • ১৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে রয়েছে সব মিলিয়ে প্রায় ২০ টির মত স্থাপনা এবং পুরোটা ক্যাম্পাসেই দৃষ্টি নন্দন বাগান, বিভিন্ন ফলজ, ভেষজ ও বনজ গাছের সবুজ সমারোহে খুব সুন্দর পরিবেশ।
  • ভবনগুলোর মধ্যে রয়েছে দুইতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, তিনতলা বিশিষ্ট মূল একাডেমিক ভবন, ৬০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, মসজিদ, রোভার ডেন, ২০ টির মত ওয়ার্কশপ ও ল্যাব।
  • এছাড়া আছে একাধিক মাঠ, পুকুর, শহীদ মিনার, পার্ক, স্টাফ কোয়ার্টার, টিচার্স কোয়ার্টার, শিক্ষার্থীদের জন্য তিনটি আবাসিক হল, অধ্যক্ষের রেস্ট হাউজ।
  • বর্তমানে প্রতিষ্ঠানটিতে রয়েছে তিন হাজারের অধিক শিক্ষার্থী, ৬০ জন শিক্ষক এবং ৬৭ জন স্টাফ।

ডিপার্টমেন্ট  

Feni polytechnic institute বর্তমানে মোট নয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • পাওয়ার টেকনোলজি (৫০)  
  • কম্পিউটার টেকনোলজি (৫০)
  • সিভিল টেকনোলজি (১০০)  
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • মেকানিক্যাল টেকনোলজি (১০০)
  • ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি (৫০)
  • আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা এখানে বৃত্তির সুবিধা পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Feni polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

Feni Polytechnic Institute
মোহাম্মদ আলী শাহিন ছাত্রাবাস

ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে তিনটি আবাসিক হল। এর মধ্যে দুইটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল।  

  • মোহাম্মদ আলী শাহিন হল
  • শাহাবউদ্দীন হল
  • গার্লস হোস্টেল

ছাত্র সংগঠন

কো-কারিকুলার কার্যক্রমের দিক থেকে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফুর্ত। এখানে রয়েছে-

  • দুটি রোভার স্কাউটের ইউনিট
  • গার্লস গাইড
  • রেড ক্রিসেন্ট

এসব ছাড়াও রয়েছে ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Feni polytechnic institute, ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট, Feni polytechnic, Feni polytechnic institute Result, Feni polytechnic institute admission, ফেনী পলিটেকনিক ভর্তি, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ফেনী, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, feni polytechnic institute subjects    

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...