Dhaka Polytechnic institute / ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট যা DPI নামেও পরিচিত বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। এটি দেশের বৃহত্তম এবং প্রাচীনতম টেকনিক্যাল পলিটেকনিক ইন্সটিটিউট। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৯ হাজার শিক্ষার্থী নিয়ে ১১ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু আছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্ব পালন করছেন মো:জাকির হোসেন।


Dhaka Polytechnic institute ইতিহাস
১৯৫৫ সালে Council of Technical Education in Pakistan-এর রিপোর্ট অনুযায়ী Oklahoma State University-Still water-এর অধীনে ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বর্তমান ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট গঠিত হয় East Pakistan Polytechnic Institute (EPPI), Dacca নামে। পরে ১৯৬০ সালে এর নাম পরিবর্তিত হয়ে Dacca Polytechnic Institute হয়। প্রতিষ্ঠাকালে তিন বছর মেয়াদী ডিপ্লোমা স্তরের কোর্সটি অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং নামে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং পাওয়ার এই চারটি টেকনোলজি মাত্র ১২০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়ে ছিল। বর্তমানে এখানে ১১টি টেকনোলজি তে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।


অবস্থান


Dhaka Polytechnic institute – এর অবস্থান তেজগাঁও শিল্প এলাকায়। এর উত্তরে রয়েছে, দক্ষিণে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং পশ্চিমে ঢাকা-টঙ্গি মহাসড়ক। যোগাযোগের ঠিকানা হল-
শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী
তেজগাঁও শিল্প এলাকা,ঢাকা-১২০৮
E-mail: info@dpi.gov.bd, principal_dpi54@yahoo.com
website: www.dpi.gov.bd
Phone: 02 9116724
ক্যাম্পাস


ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ক্যাম্পাসটি মূল ক্যাম্পাস ও ফিল্ড ক্যাম্পাস নিয়ে গঠিত। মূল ক্যাম্পাসটি ফিল্ড ক্যাম্পাস হতে খানিক দূরে অবস্থিত। চার তলা বিশিষ্ট মূল ভবন, অফিস, ক্যান্টিন, ৫০০ লোকের ধারন ক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম, বড় ৩টি ওয়ার্কশপ, জিমনেশিয়াম নিয়ে মূল ক্যাম্পাস। এছাড়া রয়েছে ক্যাম্পাচসের নিজস্ব একটি দোতলা মসজিদ ও শহিদ মিনার মূল ভবনের দক্ষিণ দিকে। কলেজ ভবনের নিচতলায় উত্তর দিকে রয়েছে কলেজের নিজস্ব ক্যান্টিন। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য প্রতি বিভাগে দুটি করে ল্যাব রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের ঢাকা পলিটেকনিক শাখা এবং একটি পোস্ট অফিস রয়েছে ক্যাম্পাসে।
মেডিক্যাল সেন্টার
DPI ক্যাম্পাসে একটি মেডিক্যাল সেন্টার রয়েছে যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। স্বাস্থ্য সেবা দেয়ার জন্য এখানে রয়েছে একজন ফুল টাইম মেডিক্যাল অফিসার (ডিপ্লোমা ইন ফার্মেসি) এবং অন্যান্য স্টাফ।
লাইব্রেরী
মূল ভবনের দোতালায় রয়েছে ইন্সটিটিউটের নিজস্ব লাইব্রেরী। টেক্সট বই, দুর্লভ এবং আউট অফ প্রিন্ট বই সহ ২০ হাজারের মত বইয়ের সংগ্রহ আছে এই লাইব্রেরীতে। এছাড়াও রয়েছে ১০,০০০+ জার্নাল এবং সাময়িকী। এই লাইব্রেরীর মূল রিডিং রুমে ১০০ লোক বসে অধ্যয়নের ব্যবস্থা রয়েছে।
স্টেডিয়াম
শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান, ম্যাচ এবং শারীরিক শিক্ষা ক্লাসের জন্য তেজগাঁও নাবিস্কো জংশনের কাছে কলেজের নিজস্ব একটি স্টেডিয়াম আছে।
আবাসিক হল


দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের আবাসনের সুবিধার জন্য রয়েছে চারটি হল। এদের মধ্যে ৩টি ছেলেদের এবং ১টি মেয়েদের। হলগুলো হল-
- ডঃ কাজী মোতাহার হোসেন হল
- জহির রায়হান হল
- লতিফ হল
- মহিলা হল
হলগুলোতে শিক্ষার্থীদের জন্য অল্প খরচে দুইবেলা খাবারের ব্যবস্থা আছে।
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১১টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- অটোমোবাইল টেকনোলজি (১০০)
- আর্কিটেকচার টেকনোলজি (১০০)
- সিভিল টেকনোলজি (২০০)
- ক্যামিকেল টেকনোলজি (১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (১০০)
- ইলেকট্রিকাল টেকনোলজি (১৫০)
- কম্পিউটার টেকনোলজি (১০০)
- রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি (১০০)
- ফুড টেকনোলজি (১০০)
- এনভাইয়রনমেন্টাল টেকনোলজি (৫০)
- মেকানিক্যাল টেকনোলজি (১৫০)
কোর্সের সময়সীমা
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
- এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
ক্যাম্পাসে ছাত্রদের বিভিন্ন সংগঠন ও ক্লাব রয়েছে। এগুলো হল-
- DPI Rover Scout Group
- DPI Sports Association
- DPI Drama Society
- DPI Photography Society
- House of Volunteers : DPI
- DPI Blood Donation
- DPI Debating Club
- DPI Journalist Society
- DPI Robotic Society
- DPI Career Club
- DPI Energy Club
ট্যাগসমূহঃ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, dhaka polytechnic institute admission 2019, dhaka polytechnic, dhaka polytechnic institute admission, top 10 polytechnic institute in dhaka, dhaka polytechnic institute admission information 2019, dhaka polytechnic institute location, best polytechnic institute in dhaka, dhaka polytechnic institute address, polytechnic institute in dhaka city, dhaka polytechnic institute website, government polytechnic institute in dhaka, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ভর্তি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা ভর্তি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত