ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ক্যারিয়ার – চাকরি এবং অন্যান্য | Digital Marketing Executive

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ / Digital Marketing Executive – একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ কোনও সংস্থা এবং এর পণ্য অথবা সেবা প্রচার করে এমন মার্কেটিং ক্যাম্পেইনগুলো পরিকল্পনা, বাস্তবায়ন এবং পরিচালনা করে থাকেন। তার মূল লক্ষ্য হল ডিজিটাল স্পেসের মাধ্যমে গ্রাহক বা ক্লায়েন্টদের সাথে কোনও ব্র্যান্ডের সম্পর্ক তৈরি করা। তারা ব্যবসায়ের অনলাইন উপস্থিতি প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকেন। সাধারণত একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পণ্য প্রচারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকেন। তবুও কিছু ক্ষেত্রে, তারা প্রচারের ফর্ম হিসাবে অফলাইন প্রচারগুলি যেমন- ব্রোশিওর এবং পোস্টার পরিচালনার জন্যও দায়বদ্ধ।

ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করে যে কোনও পণ্য তা ডিজিটাল হোক বা না, এর মার্কেটিং অনলাইন প্লাটফর্ম যেমন- সামাজিক নেটওয়ার্কিং, ভাইরাল ইউটিউব ভিডিও এবং অনলাইন বিজ্ঞাপন এ প্রচার করা তার কাজ। ডিজিটাল স্পেসের মধ্যে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়েবসাইট ট্র্যাফিক চালনা এবং গ্রাহকদের কাছে পৌছাতেও তিনি প্রধান ভূমিকা পালন করেন।   

ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং অন্যান্য চ্যানেলগুলি ব্যবহার করে ভোক্তাদের কাছে পৌঁছানোর কৌশল। এক্ষেত্রে অনেকেই ইন্টারনেট মার্কেটিং-কে ডিজিটাল মার্কেটিং এর সাথে এক করে ফেলেন। ইন্টারনেট মার্কেটিং হল যা কেবলমাত্র ইন্টারনেটে হয়ে থাকে, যেখানে ডিজিটাল মার্কেটিং মোবাইল ডিভাইসগুলির মাধ্যমে, বিলবোর্ড বা টিভির মাধ্যমে কিংবা একটি ভিডিও গেমে বা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ঘটতে পারে।

এক নজরে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ

পদের নাম- ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং অফিসার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটর

জবের ক্ষেত্র- প্রাইভেট কোম্পানি, ফ্রিল্যান্সিং

জবের ধরন- ফুল টাইম, কন্ট্রাক্ট ভিত্তিক

এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা- ১-২ বছর

এন্ট্রি লেভেলে মাসিক বেতন- ১৫-২০ হাজার হতে পারে

যোগ্যতা- ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা, সৃজনশীল চিন্তা, মাল্টি টাস্কিং, সাংগঠনিক দক্ষতা।

প্রাতিষ্ঠানিক যোগ্যতা

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভকে নুন্যতম গ্রাজুয়েশন সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে আইটি এবং মার্কেটিং মেজরদের প্রাধান্য দেয়া হয়।

আর ডিজিটাল মার্কেটিং-এর কাজ শেখার জন্য অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোর্স করার সুযোগ আছে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাই নিতে হবে এমন কোন কথা নাই। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যা থেকে আপনি ঘরে বসেও এ ব্যপারে শিখতে পারবেন।

একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ-এর দায়িত্ব ও কাজ

  • সামগ্রিক ডিজিটাল মার্কেটিং কৌশল উন্নয়নে মার্কেটিং দলকে সহায়তা করা।
  • ডিজিটাল মার্কেটিং চ্যানেলের বিস্তৃত পরিসরের মাধ্যমে যেমন: এসইও, এসইএম, সামাজিক মিডিয়া, ইমেল, মোবাইল, ডিসপ্লে-এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং-এর কার্যক্রম বাস্তবায়ন করা।
  • ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ইমেল / সিআরএম সফ্টওয়্যার সহ কোম্পানির মালিকানাধীন মিডিয়া পরিচালনা করা।
  • বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে প্রকাশের জন্য প্রাসঙ্গিক এবং আকর্ষনীয় ডিজিটাল কন্টেন্ট তৈরি করা।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা।
  • ডিজিটাল এডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন (এসইএম, ডিসপ্লে, সামাজিক, প্রোগ্রাম্যাটিক) পরিচালনা করা।
  • প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ওয়েব ট্র্যাফিক বিশ্লেষণ এবং মাসিক প্রতিবেদন সরবরাহ করা।
  • ভিজুয়ালি ইফেক্টিভ সফ্টওয়্যার তৈরি করতে ওয়েব এবং গ্রাফিক ডিজাইনারদের সাথে লিয়াজো রক্ষা করা।
  • সামাজিক নেটওয়ার্কিং চ্যানেল তৈরি এবং রক্ষণাবেক্ষণ।
  • ইমেল মার্কেটিং  প্রচারের জন্য কপি রাইটিং করা।
  • অনলাইন পণ্যের জন্য ব্রোশিওর এবং অন্যান্য মুদ্রিত সামগ্রী তৈরি করা।
  • সম্মেলন, পণ্য লঞ্চ এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে অংশ নেওয়া।
  • ভোক্তাদের সাথে একটি দীর্ঘস্থায়ী ডিজিটাল সংযোগ রক্ষার কৌশল তৈরিতে সহায়তা করা।
  • সামাজিক মিডিয়ায় চলমান সংস্থার উপস্থিতি পরিকল্পনা করা এবং নিরীক্ষণ করা (টুইটার, ফেসবুক ইত্যাদি)।
  • সংস্থা এবং ব্র্যান্ড সচেতনতা বাড়াতে গুগল অ্যাডওয়ার্ডস, ফেসবুক ইত্যাদির মাধ্যমে অনলাইন বিজ্ঞাপন চালু করা।
  • কীভাবে ডিজিটাল পণ্য বাজারজাত করা যায় সে সম্পর্কে সেলস টিমকে তথ্য সরবরাহ করা।
  • অনলাইন নিউজলেটার এবং প্রচারমূলক ইমেল প্রস্তুত করা এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেগুলো বিতরণের ব্যবস্থা করা। 
  • কন্টেন্ট মার্কেটিং এবং ওয়েবসাইট আপডেট করার জন্য সৃজনশীল ধারণা দেয়া।
  • ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে ডিজাইনারদের সহযোগিতা করা।
  • বিভিন্ন ওয়েব অ্যানালিটিক্যাল সরঞ্জাম (গুগল অ্যানালিটিক্স, ওয়েব ট্রেন্ডস ইত্যাদি) ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং স্ট্রেটিজির পারফর্মেন্স মূল্যায়ন করা।
  • অনলাইন মার্কেটিং-এর ট্রেন্ডগুলিতে নজর রাখা এবং মার্কেটিং কৌশলগুলি আপ টু ডেট রাখা।

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ-এর যেসব দক্ষতা থাকতে হয়

একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের বেশ কিছু টেকনিক্যাল বিষয়ে ভালো দক্ষতা থাকতে হয়। শুরুতে সবগুলো বিষয়ে জানাটা সম্ভব নয় এবং জরুরিও নয়। তবে আপনি যদি এই পেশায় সফল হতে চান তবে সময়ের সাথে সাথে সবগুলোর সম্পর্কেই কম বেশি ধারনা থাকতে হবে। আরেকটি ব্যপার হল যেহেতু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে টেকনিক্যাল এসব ক্ষেত্রেও প্রতিনিয়তই পরিবর্তন আসছে এবং উন্নয়ন তাই নিজেকেই সবসময়ই এইসব পরিবর্তনের সাথে আপ টু ডেট রাখতে হবে।

  • SEO এবং SEM
  • আর্টিকেল রাইটিং
  • বিজনেস রাইটিং
  • কম্পিটেটিভ এনালাইসিস
  • কন্টেন্ট কিউরেশন
  • কন্টেন্ট ডেভলপমেন্ট
  • কন্টেন্ট মার্কেটিং
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • কপিরাইটিং
  • ডিজিটাল এডভার্টাইজিং
  • মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট
  • মার্কেটিং স্ট্রাটেজি
  • পেইড মিডিয়া এডভার্টাইজিং
  • পেইড মিডিয়া স্ট্রাটেজি
  • সোশাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন
  • সোশাল মিডিয়া মার্কেটিং
  • সোশাল মিডিয়া অপটিমাইজেশন
  • ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন
  • ইউজার ইন্টারফেস ডিজাইন
  • ভিডিও মার্কেটিং
  • ভিজুয়াল কমিউনিকেশন
  • ভিজুয়াল ডিজাইন
  • ওয়েব অ্যানালিটিক্স
  • ওয়েবসাইট অপটিমাইজেশন
  • ইউটিউব এডভার্টাইজিং
  • ইউটিউব মার্কেটিং

এছাড়া বেশ কিছু নন-টেকনিক্যাল দক্ষতা একজন সফল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ-এর থাকতে হয় সেগুলো হল-

  • সৃজনশীল চিন্তা।
  • গ্রাহক অভিজ্ঞতা পরিচালনা করায় দক্ষতা।
  • ডিজিটাল জ্ঞান।
  • যুক্তিযুক্ত চিন্তা করার ক্ষমতা।
  • মাল্টি টাস্কিং।
  • সাংগঠনিক দক্ষতা।
  • সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে দক্ষতা।
  • দলীয় পরিবেশে কাজ করার ক্ষমতা।
  • সৃজনশীল এবং ভাল উপস্থাপনায় দক্ষতা।

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ কোথায় কাজ করেন

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভরা বিভিন্ন অনলাইন শপ, ব্যাংক, দাতব্য সংস্থা এবং প্রকাশনীতে নিয়োগ পেতে পারেন। এছাড়া বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যেখানে এন্ট্রি লেভেলে নিয়োগ পাওয়া যায়। এছাড়া নিজেই একটি অনলাইন মার্কেটিং কোম্পানি খোলার মাধ্যমে ছোট ছোট ওয়েবসাইটগুলোতে সার্ভিস দেয়া যায়। অনেকেই এসবের বাইরে ফ্রিল্যান্সিং করে থাকেন।

ক্যারিয়ার

এন্ট্রি লেভেলে মার্কেটিং ডিপার্টমেন্টে জুনিয়র কিংবা সহকারী এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেতে পারেন। পরবর্তিতে অভিজ্ঞতা ও যোগ্যতা বাড়লে পর্যায়ক্রমে ডিজিটাল মার্কেটিং অফিসার ও সিনিয়র ডিজিটাল মার্কেটিং-এর পজিশনে উন্নতি করতে পারেন। নির্দিষ্ট ডিজিটাল পণ্যের দায়িত্ব পালনে যথেষ্ট দক্ষতা দেখাতে পারলে যোগ্যতা বলে একদিন প্রতিষ্ঠানের পুরো অনলাইন মার্কেটিং টীমের দায়িত্ব হাতে আসতে পারে। এছাড়া ফ্রিল্যান্সিং-এ জাজ করেও ক্যারিয়ার গড়া সম্ভব।

ট্যাগসমুহ

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, Digital Marketing Executive, ডিজিটাল মার্কেটিং অফিসার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটর, digital marketing executive skills, digital marketing executive roles and responsibilities, digital marketing executive job, digital marketing executive salary, digital marketing executive job description pdf, digital marketing executive jobs, digital marketing executive qualification, digital marketing executive resume, role of a digital marketing executive

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...