HomeপলিটেকনিকCity Polytechnic Institute Khulna | সিটি পলিটেকনিক ইনস্টিটিউট

City Polytechnic Institute Khulna | সিটি পলিটেকনিক ইনস্টিটিউট

Author

Date

Category

- Advertisement -

City Polytechnic Institute Khulna / সিটি পলিটেকনিক ইনস্টিটিউট – এটি বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি প্রতিষ্ঠান। সিটি পলিটেকনিক ইনস্টিটিউট খুলনার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের অনুমোদনে খুলনার খালিশপুরে প্রতিষ্ঠিত হয় City Polytechnic Institute Khulna। প্রতিষ্ঠাকালে শুধুমাত্র কম্পিউটার টেকনোলজিতে ৪৪ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে দশটি টেকনোলজিতে প্রায় ৪০০০ শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অধ্যক্ষ হিসেবে সিটি পলিটেকনিকে দায়িত্ব পালন করছেন এস এম জাহাঙ্গীর আলম।

City Polytechnic Institute Khulna / সিটি পলিটেকনিক ইনস্টিটিউট

সুবিধাসমূহ

City Polytechnic Institute Khulna
City Polytechnic Institute Khulna
City Polytechnic Institute Khulna
হোস্টেল
 • সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের আছে পর্যাপ্ত জায়গা নিয়ে নিজস্ব বহুতল ক্যাম্পাস ভবন।
 • পাঠদানের জন্য ডিজিটাল ক্লাসরুম, যেখানে প্রোজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়ার ব্যবস্থা আছে।
 • সিসি ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ও ক্লাস মনিটরিং।
 • ক্যাম্পাসে সার্বক্ষনিক ওয়াইফাই সুবিধা।
 • শিক্ষার্থীদের জন্য রেফারেন্স বই এবং পাঠ সহায়ক অন্যান্য বই নিয়ে সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরি।
 • শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করার জন্য রয়েছে ট্রেনিং প্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক।
 • দূরের ছাত্র ও ছাত্রীদের বসবাসের সুবিধার জন্য রয়েছে ৪০০ আসন বিশিষ্ট আলাদা আলাদা হোস্টেল।
 • শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মানসিক ও সৃজনশীলতা বিকাশের জন্য প্রতি বছর আয়োজিত হয় শিক্ষা সফর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও বিভিন্ন কো-কারিকুলার কর্মকান্ড।
 • ক্যাম্পাসের পরিবেশ সম্পুর্ণ রূপে রাজনীতি এবং ধূমপান মুক্ত।

যোগাযোগ

 • City Polytechnic Institute Khulna
 • ১০৩ বিআইডিসি রোড, গাবতলা মোড়, খালিশপুর, খুলনা।
 • মোবাইলঃ +8801750154334
 • ইমেইলঃ info@cpik.ac.bd  
 • ওয়েবসাইটঃ https://cpik.ac.bd

টেকনোলজি সমূহ

বর্তমানে সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে ১০ টি অনুষদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। এগুলো হল-

 • কম্পিউটার টেকনোলজি
 • ইলেকট্রিক্যাল টেকনোলজি
 • ইলেকট্রনিক্স টেকনোলজি
 • সিভিল টেকনোলজি
 • মেকানিক্যাল টেকনোলজি
 • টেলিকমিউনিকেশন টেকনোলজি
 • মেরিন টেকনোলজি
 • টেক্সটাইল টেকনোলজি
 • আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং টেকনোলজি
 • গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি

ল্যাব ও ওয়ার্কশপ

City Polytechnic Institute Khulna
কম্পিউটার ল্যাব

সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন টেকনোলজির ব্যাবহারিক ক্লাসের জন্য রয়েছে বেশ কিছু আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ। এর মধ্যে কয়েকটি হল-

 • সফটওয়্যার ল্যাব
 • হার্ডওয়্যার ল্যাব
 • মাইক্রোপ্রসেসর ল্যাব
 • মাল্টিমিডিয়া ল্যাব
 • নেটওয়ার্কিং ল্যাব
 • বেসিক ইলেকট্রনিক্স ল্যাব
 • ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব
 • মেকানিক্যাল ল্যাব
 • অটোমোবাইল ল্যাব
 • ফাউন্ড্রি ল্যাব
 • হিট ট্রিটমেন্ট ল্যাব
 • মেশিন শপ
 • মেটাল শপ
 • পাওয়ার শপ
 • টেস্টিং ওয়েল্ডিং শপ
 • কটন স্পিনিং ফ্রেম শপ
 • ওয়েভিং শেড
 • নিটিং শেড
 • কোয়ালিটি কন্ট্রোল সেকশন
 • ডাইং এন্ড প্রিন্টিং সেকশন
 • গার্মেন্টস সেকশন
 • প্যাটার্ন মেকিং শপ
 • সুইং শপ
 • সিভিল ল্যাব
 • মেরিন ল্যাব
 • আর্কিটেকচার ল্যাব
 • ক্যামিস্ট্রি ল্যাব

কোর্সের সময়সীমা

 • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
 • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

ভর্তির যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।

বৃত্তি

সিটি পলিটেকনিকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ৮০০ টাকা হারে বৃত্তির ব্যবস্থা আছে। এছাড়া প্রত্যেক ছাত্রী সরকারি STEP প্রকল্পের অধীনে মাসিক ৮০০ টাকা করে বৃত্তি পায়।

ট্যাগসমূহ

City Polytechnic Institute Khulna, সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, polytechnic institute in Khulna, www cpi edu bd, City Polytechnic Institute, সিটি পলিটেকনিক, সিটি পলিটেকনিক খুলনা

- Advertisement -src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
780FansLike

Recent posts

error: Content is protected !!