BCMC College of Engineering & Technology | বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়

BCMC College of Engineering & Technology / বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় – বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর ও মধ্য-স্তরের একাডেমিক কোর্স পরিচালনার লক্ষ্যে ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর একাডেমিক যাত্রা শুরু করে BCMC College of Engineering & Technology. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত এই ইনস্টিটিউটটি Bangladesh Center for Miscellaneous Care (BCMC) Foundation এর একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট যা ISO 9001:2008 এর সার্টিফিকেট অর্জন করেছে।

বিসিএমসি কলেজ শুরু থেকেই সাফল্যের সাথে বিভিন্ন একাডেমিক কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে বিসিএমসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬ টি টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ টি টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইঞ্জিঃ এস এম রেজাউল কবির।

BCMC College of Engineering & Technology / বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়

যোগাযোগ

  • BCMC College of Engineering & Technology
  • ঢাকা রোড, বারান্দি বিসিএমসি কলেজ পাড়া, যশোর-৭৪০০, বাংলাদেশ।
  • ফোনঃ +88-01711-844881, +88-01711-844882, +88-01711-067687, +88-01712-910255, +88-01752-260408, +88-01752-260409
  • ফ্যাক্সঃ +88-0421-63848
  • ইমেইলঃ admin@bcmc.edu.bd
  • ওয়েবসাইটঃ https://bcmc.edu.bd/

ইতিহাস

  • ১৯৯৯ সালের ১৯ শে মার্চ প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর মাত্র ৬ জন শিক্ষার্থী এবং ৭ জন ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ নিয়ে।
  • প্রতিষ্ঠানটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তিতে ১৪ টি ডিপার্টমেন্টে উন্নীত হয়। এরমধ্যে ২০০৪-২০০৫ সেশনে যুক্ত হয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন,  গার্মেন্টস ও টেক্সটাইল টেকনোলজি, ২০০৫-২০০৬ সেশনে যুক্ত হয় সিভিল টেকনোলজি, ২০০৬-২০০৭ সেশনে ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজি, ২০১০-২০১১ মেকানিক্যাল, মেরিন এবং কনস্ট্রাকশন টেকনোলজি, ২০১৫-২০১৬ সেশনে শিপ বিল্ডিং টেকনোলজি।
  • ২০১২ সালে বিসিএমসি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে বিএসসি প্রোগ্রাম শুরু করে।
  • বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০০ এবং ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ সংখ্যা ২০০ এরও বেশি।
  • দেশের ৪৬ টি জেলার শিক্ষার্থীরা এই মুহুর্তে বিসিএমসি কলেজে অধ্যয়নরত রয়েছে।
  • বিসিএমসি কলেজ থেকে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী সাফল্যের সাথে তাদের কোর্স সম্পন্ন করেছে এবং তাদের সবাই চাকরিতে বা উচ্চতর পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

টেকনোলজি

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় -এ বর্তমানে মোট ১৫ টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-

  • সিভিল টেকনোলজি
  • কন্সট্রাকশন টেকনোলজি
  • ইলেকট্রিক্যাল টেকনোলজি
  • ইলেকট্রনিক্স টেকনোলজি
  • টেলিকমিউনিকেশন টেকনোলজি
  • মেকানিক্যাল টেকনোলজি
  • মেরিন টেকনোলজি
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি 
  • গার্মেন্টস এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি
  • টেক্সটাইল টেকনোলজি
  • কেমিক্যাল টেকনোলজি
  • শিপ বিল্ডিং টেকনোলজি
  • ইলেক্ট্রো মেডিক্যাল টেকনোলজি
  • ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজি

ক্যাম্পাস

BCMC College of Engineering & Technology
BCMC College of Engineering & Technology ক্লাসরুম
BCMC College of Engineering & Technology
মসজিদ
  • ১১৫,৪০০ বর্গফুট আয়তনের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে মোট চারটি ভবন রয়েছে যাতে কক্ষ রয়েছে ১৯০ টি। এর মধ্যে ৮৩০০০ বর্গফুট নিজস্ব এবং বাকিটুকু ভাড়া নেয়া।
  • শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬৩ টি শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, সুসজ্জিত আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেন্ট্রাল এবং ডিপার্টমেন্টাল লাইব্রেরি এবং বিভিন্ন স্টুডেন্ট ক্লাব, শহীদ মিনার, ২০০০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার নিয়ে একটি পাওয়ার সাব স্টেশন, জিমনেশিয়াম, একটি সেন্ট্রাল জামে মসজিদ, ৬০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম।
  • পুরো ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট সুবিধা।
  • শিক্ষার্থী এবং শিক্ষকদের বসবাসের সুবিধার জন্য রয়েছে হোস্টেল এবং ডরমেটরি।
  • নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসটি পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা আছে এবং এর তদারকির জন্য রয়েছে সিকিউরিটি অফিসার।

ল্যাব

BCMC College of Engineering & Technology
টেক্সটাইল ল্যাব

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে বিভিন্ন টেকনোলজির ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ।

  • সিভিল এন্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • মেরিন ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
  • ফিজিক্স ল্যাব
  • ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব

মেডিক্যাল সেন্টার

BCMC College of Engineering & Technology
মেডিক্যাল সেন্টার

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে রয়েছে ২ শয্যা বিশিষ্ট বিসিএমসি মেডিকেল সার্ভিসেস সেন্টার যেখানে শিক্ষার্থী ও স্টাফরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে।

লাইব্রেরি

BCMC College of Engineering & Technology
সেন্ট্রাল লাইব্রেরি

বিসিএমসি পলিটেকনিকে আছে প্রায় ১৯ হাজার বই সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি। শিক্ষার্থীদের জন্য এখানে বসে অধ্যয়নের সুযোগ রয়েছে এবং প্রয়োজনে এখান থেকে বই ধার নেয়া যায়। এর পাশাপাশি একটি সাইবার লাইব্রেরিও রয়েছে। এছাড়া প্রতি ডিপার্টমেন্টের আলাদা আলাদা লাইব্রেরি রয়েছে যেখানে ফ্যাকাল্টি মেম্বাররা সুবিধা পেতে পারে।

বিশেষ সুবিধাসমুহ

BCMC College of Engineering & Technology
বাস
  • বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস বিশিষ্ট প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট।
  • সম্পুর্নভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস।
  • ক্লাসগুলি দেশ-বিদেশের ডিগ্রিধারী এবং যোগ্যতাসম্পন্ন পেশাদার শিক্ষকদের দ্বারা নেওয়া হয়।
  • ক্যাম্পাসে ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক। এছাড়া ইংরেজি, স্প্যানিশ, আরবী, জার্মান, জাপানি, কোরিয়ান এবং চীনা ভাষা শিক্ষার ক্লাস বিনামূল্যে পরিচালিত হয়।
  • বিসিএমসি পলিটেকনিক শিক্ষার্থীদের বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন কো কারিকুলাম কর্মকান্ডগুলিতে সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্ধুত করে।
  • বিসিএমসির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং জব সার্চিং সেন্টারের মাধ্যমে বিনা খরচে জব সন্ধানে সহায়তা।
  • প্রতিষ্ঠানটির নিজস্ব দুটি বাস আছে যেগুলো বিনা খরচে নির্দিষ্ট রুটের শিক্ষার্থীদের যাতায়াতে এবং শিক্ষা সফরে ব্যবহৃত হয়।
  • ছাত্রী, মেধাবী শিক্ষার্থী এবং উপজাতি শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে বিশেষ ছাড়।
  • প্রতি মাসে নিয়মিত ম্যাগাজিন ‘বিসিএমসি ক্যাম্পাস’ প্রকাশ।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

ভর্তির যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্সও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

BCMC College of Engineering & Technology–এ ক্লাস হয় দুই শিফটে – মর্নিং শিফট এবং ডে শিফট।

বৃত্তি

  • ক্লাস এবং পরীক্ষায় পারফর্মেন্সের উপর ভিত্তি করে নির্বাচিত বর্ষসেরা স্টুডেন্টকে ১৫,০০০ টাকার স্বর্ণপদক, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
  • সাবলীলভাবে ইংরেজীতে কথা বলার জন্য প্রতি মাসে ৫০০ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
  • এছাড়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং ক্লাসে উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে ১০০০ টাকা হারে মেধা বৃত্তি এবং ৮০০ টাকা হারে সাধারণ বৃত্তি দেয়া হয়।

স্টুডেন্ট ক্লাব

শিক্ষার্থীদের কর্মজীবনের চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য ১৯ টি কো কারিকুলাম ক্লাব একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি পরিচালিত হয়।

  • বিসিএমসি ল্যাঙ্গুয়েজ ক্লাব
  • বিসিএমসি সাহিত্য এবং সাংস্কৃতিক ক্লাব
  • বিসিএমসি কম্পিউটার ক্লাব
  • বিসিএমসি ড্রাইভিং ক্লাব
  • বিসিএমসি ডিবেটিং ক্লাব
  • বিসিএমসি সায়েন্স এন্ড টেকনোলজি ক্লাব
  • বিসিএমসি মুসলিম রিলিজিয়াস ক্লাব
  • বিসিএমসি হিন্দু রিলিজিয়াস ক্লাব
  • বিসিএমসি স্পোর্টস ক্লাব
  • বিসিএমসি হেলথ এন্ড ফিটনেস ক্লাব
  • বিসিএমসি মিডিয়া ক্লাব
  • বিসিএমসি ম্যাগাজিন ক্লাব
  • বিসিএমসি সেমিনার ক্লাব
  • বিসিএমসি মেডিটেশন ক্লাব
  • বিসিএমসি কুইজ ক্লাব
  • বিসিএমসি ম্যাথ ক্লাব
  • বিসিএমসি জুডো এন্ড কারাতে ক্লাব
  • বিসিএমসি ক্যাডেট কর্প
  • বিসিএমসি ব্যান্ড পার্টি

ট্যাগ সমূহ

BCMC College of Engineering & Technology, বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি যশোর, বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়, বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি jessore, বিসিএমসি কলেজ, বিসিএমসি যশোর, বিসিএমসি পলিটেকনিক, bcmc course, private university in jessore, bcmc full form, bcmc college facebook, bcmc admission

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...