Sylhet Polytechnic Institute | সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট

Sylhet Polytechnic Institute বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম সুপরিচিত এবং প্রাচীন প্রতিষ্ঠান। সিলেটের মনোরম পরিবেশে ২০ একর জমিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি যুগোপযোগী ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদানের জন্য বেশ প্রশংসিত। প্রথম থেকেই প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে। এর প্রতিষ্ঠা ১৯৫৫ সালে হলেও ১৯৫৯ সালে একে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট নাম দেয়া হয়। এর বর্তমান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন ডঃ ইঞ্জিঃ মোঃ আব্দুল্লাহ। বর্তমানে এখানে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী সাতটি অনুষদে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত আছে।

ইতিহাস

ফোর্ড ফাউন্ডেশন ১৯৫৫ সালে বাংলাদেশে যে ৬টি পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে তার মধ্যে Sylhet Polytechnic Institute অন্যতম। প্রতিষ্ঠাকালে এর পাঠ্যক্রম পরিচালনা হত ওকলাহোমা ইউনিভার্সিটির অধীনে এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানে স্নাতক কোর্সের প্রবিধান অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হত। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এবং কোর্সের  মূল ইতিহাসকে তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ যা বর্তমানে BUET এর জন্মলগ্নের সাথে সম্পর্কিত করা যায়। শুরুতে এখানে কোর্সগুলো ছিল তিন বছর মেয়াদি এবং তখন পাঁচটি কোর্সে পাঠদান করা হত।

 অবস্থান

Sylhet Polytechnic Institute প্রতিষ্ঠানটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে টেকনিক্যাল রোডে অবস্থিত। যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল-

  • Sylhet Polytechnic Institute
  • টেকনিক্যাল রোড, বরইকান্দি, সিলেট
  • Contact : 0821-716372
  • Email : info@spi.gov.bd
  • Mobile : 01746494392
  • Website : www.spi.gov.bd

Sylhet Polytechnic Institute / সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট

ক্যাম্পাস

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের মূল ভবনটি তিনতলা বিশিষ্ট। এছাড়া রয়েছে অফিস, লাইব্রেরি, জিমনেশিয়াম, অডিটোরিয়াম, ল্যাবরেটরি। আরও আছে কম্পিউটার ও ইলেক্ট্রোমেডিক্যাল ভবন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ, মসজিদ, শহীদ মিনার, একটি বড় পুকুর, দুটি খেলার মাঠ। প্রিন্সিপাল-এর বাংলো, শিক্ষক ও কর্মচারিদের কোয়ার্টার ক্যাম্পাসের বিভিন্ন গাছপালা বেষ্টিত আবাসিক অংশে অবস্থিত।

Sylhet Polytechnic Institute

 ডিপার্টমেন্ট

Sylhet Polytechnic Institute বর্তমানে মোট সাতটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • পাওয়ার টেকনোলজি (৫০)
  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • সিভিল টেকনোলজি (১৫০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • মেকানিক্যাল টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রো মেডিক্যাল টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্ট্মেন্টগুলোর আবশ্যিক বিষয়গুলো পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্ট্মেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট- এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

প্রতিষ্ঠানটি সরকারি বিধায় অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে দুইটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল। এগুলো হল-

  • সুরমা ছাত্রাবাস
  • প্রতিভা ছাত্রাবাস
  • মহিলা ছাত্রাবাস

 ছাত্র সংগঠন

Sylhet Polytechnic Institute ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে। বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে রোভার স্কাউট ছাড়াও রয়েছে –

  • বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)
  • ময়মনসিংহ বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ, সিলেট পলিটেকনিক শাখা।
  • পলিটেকনিক স্টুডেন্ট এসোসিয়েশন।

Chittagong polytechnic institute

সম্পর্কে জানতে পড়ুন

ট্যাগসমূহঃ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, polytechnic institute all subject, sylhet technical college admission, top 10 polytechnic institute in Bangladesh, polytechnic institute Sylhet, সিলেট পলিটেকনিক ভর্তি ২০১৯, সিলেট ডিপ্লোমা, সিলেট পলিটেকনিক ইনস্টিটউট ভর্তি ২০১৯

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...