Patuakhali Polytechnic Institute | পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট

Patuakhali Polytechnic Institute / পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট – “শিক্ষা, প্রগতি, শান্তি” মূলমন্ত্রের ধারক এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সক্রিয় এবং সফল একটি পলিটেকনিক ইনস্টিটিউট যা উচ্চমানের প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আমাদের শিল্পে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশী নিয়োগকারী সংস্থাগুলিতে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৫ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষারত আছে ২ হাজারেরও অধিক শিক্ষার্থী।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ইঞ্জিঃ হাসান মোঃ কামরুজ্জামান।

Patuakhali polytechnic institute

ইতিহাস  

  • ১৯৮৯ সালে এই ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হলেও এর একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালে।
  • ইলেকট্রিক্যাল টেকনোলজিতে মাত্র ৪০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করলেও পরে সিভিল টেকনোলজি চালু হয়। এর কয়েক বছর পর TVET প্রজেক্ট এর অধীনে ইলেকট্রনিক্স টেকনোলজি এবং ‘পলিটেকনিক ইন্সটিটিউটের আধুনিকায়ন’ প্রকল্পের অধীনে আরএসি এবং কম্পিউটার টেকনোলজি যুক্ত হয়।

Patuakhali Polytechnic Institute / পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট

অবস্থান

পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটটি পটুয়াখালীর সবুজবাগে অবস্থিত।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • Patuakhali Polytechnic Institute
  • Patuakhali Sadar, Patuakhali- 8600
  • Contact : 088-0441-62345
  • Fax: 088-0441-62345
  • Email : principalppi@yahoo.com
  • Website : https://www.ppi.gov.bd/

ক্যাম্পাস

Patuakhali polytechnic institute
মূল ভবন
Patuakhali polytechnic institute
Patuakhali polytechnic institute মসজিদ
Patuakhali polytechnic institute
শহীদ মিনার
Patuakhali polytechnic institute
মাঠ
  • ক্যাম্পাসে মূল ভবন ছাড়াও আছে একটি কম্পিউটার ভবন ও একটি ওয়ার্কশপ ভবন।
  • এছাড়াও রয়েছে অফিস, লাইব্রেরী, প্রয়োজনীয় সরঞ্জামসহ ওয়ার্কশপ ও ল্যাব, ক্যান্টিন, ২০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম, মসজিদ, মাঠ, পুকুর এবং মসজিদ সংলগ্ন শহীদ মিনার।
  • এছাড়া শিক্ষার্থীদের আবাসন সুবিধার্থে রয়েছে দুইটি আবাসিক হল।

ডিপার্টমেন্ট  

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে মোট পাঁচটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • কম্পিউটার টেকনোলজি (৫০)
  • সিভিল টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন টেকনোলজি (৫০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

প্রতি সেমিস্টারে পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ভাবে বৃত্তির সুবিধা পেয়ে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নেও কিছু শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Patuakhali polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে আবাসিক হল। এর মধ্য একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হোস্টেল।

ছাত্র সংগঠন

পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Patuakhali polytechnic institute, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, Patuakhali polytechnic, Patuakhali polytechnic institute Result, Patuakhali polytechnic institute website, Patuakhali polytechnic institute admission, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, পটুয়াখালী পলিটেকনিক কলেজ, patuakhali polytechnic institute notice, patuakhali polytechnic institute department

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...