Pabna Polytechnic Institute | পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট

Pabna Polytechnic Institute / পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট – যা সংক্ষেপে PPI নামেও পরিচিত ১৯৬২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম পুরাতন এবং গুরত্বপূর্ণ পলিটেকনিক প্রতিষ্ঠান। শুরুতে মাত্র ৩ টি টেকনোলজি থাকলেও বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৯ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। Pabna polytechnic institute দেশে দক্ষ প্রকৌশল গড়ে তোলার লক্ষ্যে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর প্রতিষ্ঠানটির দুটি শিফটের অসংখ্য শিক্ষার্থী এখান থেকে ডিপ্লোমা সম্পন্ন করে দেশ বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন মোঃ আতিকুর রহমান এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাণ কৃষ্ণ মণ্ডল। বর্তমানে ৩ হাজারের অধিক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে।

Pabna Polytechnic Institute / পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট

ইতিহাস

  • পাবনাতে বর্তমানে যেখানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অবস্থিত ১৯২৪ সালে সেখানে তাড়াশের জমিদার বনমালী রায় কর্তৃক বিএল ইলিয়ট টেকনিক্যাল স্কুল নামে একটি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
  • কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের বিভিন্ন জেলায় টেকনিক্যাল ইন্সটিটিউট স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ১৯৬২ সালে উক্ত প্রতিষ্ঠানটি পাবনা পলিটেকনিক্যাল ইন্সটিটিউট নামে পরিবর্তিত হয়।
  • ১৯৭০ সালে এর নতুন ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ইছামতি নদীর উপকণ্ঠে।
  • ১৯৭৮ সালে নির্মান কাজ শেষ হওয়ার পর এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।
  • নতুন ক্যাম্পাসে মোট তিনটি টেকনোলজি এবং ৪২০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাদান শুরু হয়। পরে ১৯৮০ সালে ইলেকট্রিক্যাল টেকনোলজি যুক্ত হয়। এরপর পর্যায়ক্রমে বাকি অনুষদগুলো চালু হয়েছে।

অবস্থান

পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের উত্তর পশ্চিম পাশে গাংকোলা এলাকায় অবস্থিত। এর উত্তরে Institiute of Textile Engineering and Technology , দক্ষিণে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ,এবং পশ্চিমে পাবনা – চাটমোহর হাইওয়ে।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • Pabna Polytechnic Institute
  • পলিটেকনিক রোড, পাবনা – ৬৬০০
  • Contact : 88-0731-65844
  • Fax: 88-0731-65844
  • Email : ppipricipal@yahoo.com
  • Website : http://ppi.pabna.gov.bd/

ক্যাম্পাস

Pabna polytechnic institute
একাডেমিক ভবন
Pabna polytechnic institute
Pabna polytechnic institute মসজিদ
Pabna polytechnic institute
ওয়ার্কশপ
  • প্রায় ৩০ একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে একটি প্রশাসনিক, দুইটি একাডেমিক ভবন এবং তিনটি ওয়ার্কশপ ভবন সহ মোট ১২টি ভবন রয়েছে এবং ক্লাসরুম আছে ৩৬ টি।
  • বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়ার্কশপ ও ল্যাবরেটরি রয়েছে মোট ২৯ টি। এছাড়া আছে দুই ভবনের একটি প্রাথমিক বিদ্যালয়, ৪০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম, খেলার মাঠ, পুকুর, মসজিদ, শহীদ মিনার, মেডিক্যাল সেন্টার।
  • অধ্যক্ষের বাসভবন, কোয়ার্টার সহ মোট সাতটি আবাসিক ভবন আছে। এছাড়া ২০০ সিটের একটি ছাত্রাবাস এবং ৫০ সিটের একটি ছাত্রীনিবাস আছে।

ডিপার্টমেন্ট

PPI-তে বর্তমানে মোট নয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • পাওয়ার টেকনোলজি (১০০)  
  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • সিভিল টেকনোলজি (১৫০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • মেকানিক্যাল টেকনোলজি (১০০)
  • কনস্ট্রাকশন টেকনোলজি (১০০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
  • এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন টেকনোলজি (৫০)
  • এনভায়রনমেন্ট টেকনোলজি (১০০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Pabna polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

Pabna polytechnic institute
ছাত্রী হল

পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে দুইটি আবাসিক হল। এর মধ্যে একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।

ছাত্র সংগঠন

পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Pabna polytechnic institute, পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট, Pabna polytechnic, Pabna polytechnic institute Result, Pabna polytechnic institute website, Pabna polytechnic institute admission, পাবনা পলিটেকনিক ভর্তি, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, Pabna polytechnic subject

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...