Naogaon Polytechnic Institute | নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট

Naogaon Polytechnic Institute / নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট – দেশে প্রযুক্তিগত জ্ঞানের প্রসারের লক্ষ্যে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এই ইন্সটিটিউটটি। এর প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হল যুগোপযোগী একাডেমিক পরিবেশ, সঠিক দিকনির্দেশনা এবং গঠনমূলক পরামর্শের মাধ্যমে এমন ভাবে শিক্ষার্থীদের তৈরি করা যাতে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করতে সক্ষম হয় এবং দেশে ও বিদেশে প্রযুক্তির বিকাশে অবদান রাখতে পারে। বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৫ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ইঞ্জিঃ মোঃ ফজলুল হক।  

ইতিহাস

  • তৎকালীন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্রচেষ্টায় ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি।
  • ২০০৪ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় চারটি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স নিয়ে।

Naogaon Polytechnic Institute / নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট

অবস্থান

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটটি নওগাঁর দক্ষিণে আরোগি – নওগাঁ সড়কের পাশে দোবলাহাটি  রোডে অবস্থিত। এটি লিটন ব্রিজের দক্ষিণে ১ কিমি দূরে অবস্থিত। এটি আঞ্চলিক সমবায় ট্রেডিং সেন্টার ও ফিশারি অফিসের খুব কাছেই অবস্থিত।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • Naogaon Polytechnic Institute
  • নওগাঁ।
  • Contact : 88-0721-62070
  • Fax: 88-0721-62070
  • Mobile: +88-074162070
  • Email : npi21064@gmail.com
  • Website : www.npi.gov.bd

ক্যাম্পাস

Naogaon Polytechnic Institute
Naogaon Polytechnic Institute মূল ভবন
Naogaon Polytechnic Institute
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ দৃশ্য
  • ২.১৫ একরের বিস্তৃত জমি নিয়ে ক্যাম্পাসটি।
  • মূল পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ছাড়া রয়েছে দুই ও পাঁচতলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন, দোতলা একটি প্রিন্সিপালের কোয়ার্টার।
  • এছাড়া আছে ২৬ টি ক্লাসরুম, একটি লাইব্রেরি, অফিস, একটি কনফারেন্স রুম, মেডিকেল সেন্টার, দুইটি স্টুডেন্ট কমন রুম, একটি পাওয়ার সাপ্লাই সাবস্টেশন, সাইকেল গ্যারেজ, WIFI সুবিধা নিয়ে একটি IT সেন্টার প্রভৃতি।

ল্যাব ও ওয়ার্কশপস

Naogaon polytechnic institute
কম্পিউটার ল্যাব
  • বেসিক ল্যাব
  • উড শপ
  • ড্রইং/ড্রাফটিং ল্যাব
  • বেসিক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ল্যাব
  • কম্পিউটার হার্ডওয়্যার ও মাইক্রোপ্রসেসর ল্যাব
  • ক্যাড ল্যাব
  • নেটওয়ার্ক ল্যাব
  • সার্ভেইং ল্যাব
  • হাইড্রোলিক ল্যাব
  • কনস্ট্রাকশন ল্যাব
  • মডেল মেকিং ল্যাব
  • ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোওয়েভ ল্যাব
  • রেডিও এন্ড টিভি ল্যাব
  • ইলেকট্রনিক ল্যাব
  • মেশিনিস্ট ল্যাব
  • মাইক্রো প্রসেসর ল্যাব
  • মেটারিয়াল টেস্টিং ল্যাব
  • সয়েল মেকানিক্স ল্যাব
  • কমিউনিকেশন ল্যাব
  • মেজারমেন্ট ল্যাব
  • ফিজিক্স ল্যাব
  • প্লাম্বিং ল্যাব
  • কেমেস্ট্রি ল্যাব
  • মডেল মেকিং ল্যাব
  • সফটওয়্যার ল্যাব

ডিপার্টমেন্ট  

Naogaon polytechnic institute বর্তমানে মোট পাঁচটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • ফুড টেকনোলজি (৫০)  
  • কম্পিউটার টেকনোলজি (৫০)
  • সিভিল টেকনোলজি (৫০)
  • আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন টেকনোলজি (৫০)
  • এনভাইরনমেন্ট টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

প্রতি সেমিস্টারে পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ভাবে বৃত্তির সুবিধা পেয়ে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নেও কিছু শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে দুইটি আবাসিক হল। এর মধ্যে একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল।  

ছাত্র সংগঠন

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Naogaon polytechnic institute, নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট, Naogaon polytechnic, Naogaon polytechnic institute Result, Naogaon polytechnic institute website, Naogaon polytechnic institute admission, নওগাঁ পলিটেকনিক ভর্তি, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...