Munshiganj Polytechnic Institute | মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট

Munshiganj polytechnic institute / মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট – নিজস্ব কোন ক্যাম্পাস ছাড়াই ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির স্লোগান হল “ এসো প্রযুক্তির জন্য, বেড়িয়ে যাও প্রবৃদ্ধির জন্য”। প্রতিষ্ঠাকালীন সময়ে অধ্যক্ষ ছিলেন জনাব বিল্লাল হোসেন, তিনিসহ আরও কয়েকজন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের ফলে দুই বছর পর এটি নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে। শুরুতে মাত্র ২ টি টেকনোলজি থাকলেও বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৯ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ২০০০ এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমান।

ইতিহাস

  • মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে।
  • তবে তখন প্রতিষ্ঠানটির নিজস্ব কোন ভবন ছিল না। মুন্সিগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং স্কুল এন্ড কলেজ এর তিনটি কক্ষ নিয়ে এর শিক্ষাদান শুরু হয়।
  • শুরুতে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স এই দুইটি ডিপার্টমেণ্ট নিয়ে দুইটি শিফটে ৯৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এর যাত্রা শুরু হয়।
  • পরবর্তিতে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম কমলাঘাটে নিজস্ব ভবনে স্থানান্তরিত করে।

Munshiganj polytechnic institute / মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট

যোগাযোগ

  • Munshiganj Polytechnic Institute
  • মিরকাদিম, মুন্সিগঞ্জ।
  • Contact : 88-0691-63825
  • Fax: 88-0691-63825
  • Mobile: 01715810650
  • Email : mpiprincipal@gmail.com
  • Website : http://www.munpoly.gov.bd/

ক্যাম্পাস

Munshiganj polytechnic institute
Munshiganj polytechnic institute ক্যাম্পাস
Munshiganj polytechnic institute
শহীদ মিনার
  • ক্যাম্পাসে মূল ভবনটি পাঁচতলা বিশিষ্ট। এই প্রশাসনিক ভবন ছাড়া রয়েছে একটি একাডেমিক ভবন, দুইটি দুইতলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন, ২৩ টি ল্যাব, একটি সাবস্টেশন, লাইব্রেরি, একটি পাম্প হাউজ, মসজিদ, খেলার মাঠ, সেমিনার কক্ষ।
  • এছাড়া অধ্যক্ষের বাসভবন, দুতলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টারও রয়েছে ক্যাম্পাস এরিয়ায়।

ডিপার্টমেন্ট

Munshiganj polytechnic institute বর্তমানে মোট নয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • সিভিল টেকনোলজি (৫০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (৫০)
  • মেকানিক্যাল টেকনোলজি (৫০)
  • ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস  টেকনোলজি (৫০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
  • এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন টেকনোলজি (৫০)
  • ইলেক্ট্রো – মেডিক্যাল টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Munshiganj polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

মুন্সিগঞ্জ  পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে দুইটি আবাসিক হল। এর মধ্যে একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।

ছাত্র সংগঠন

মুন্সিগঞ্জ  পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ Munshiganj polytechnic institute, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, Munshigonj polytechnic, Munshiganj polytechnic institute Result, Munshiganj polytechnic institute admission, মুন্সিগঞ্জ পলিটেকনিক ভর্তি, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জ, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...