Lakshmipur Polytechnic Institute | লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট

Lakshmipur Polytechnic Institute / লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট – এটি লক্ষ্মীপুরের ভৌত কাঠামো এবং কার্যক্রমের দিক থেকে সর্ববৃহৎ পলিটেকনিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের অংশ হিসেবে। প্রতিষ্ঠানটি মধ্যম শ্রেণীর দক্ষ পেশাদার প্রকৌশল তৈরি করে দেশে দক্ষ জনবল বৃদ্ধি করতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিষ্ঠানটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৭ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু আছে।

অন্যান্য সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মত লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউটও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) কারিকুলাম অনুসারে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন ইঞ্জিঃ মোঃ আলাউদ্দিন।

ইতিহাস

লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং একই বছর থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।

Lakshmipur Polytechnic Institute / লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট

অবস্থান

Lakshmipur  polytechnic institute
Lakshmipur Polytechnic Institute ক্যাম্পাস

এটি লক্ষ্মীপুর জেলা সদর হতে দুই কিমি দূরে লক্ষ্মীপুর রোডের পাশে বাইশমারা নামক জায়গায় কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল

  • Lakshmipur Polytechnic Institute
  • বাইশমারা, কুড়িগ্রাম – ৩৭০০।
  • Contact : 0381-62316
  • Fax: 0381-62316
  • Email : laxmipur_polytechnic@yahoo.com
  • Website : http://lpi.gov.bd/

ক্যাম্পাস

Lakshmipur  polytechnic institute
একাডেমিক ভবন
Lakshmipur  polytechnic institute
শহীদ মিনার
Lakshmipur  polytechnic institute
লাইব্রেরী
Lakshmipur  polytechnic institute
নেটওয়ার্ক ল্যাব
  • ক্যাম্পাসটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কোলাহল মুক্ত শান্ত পৌর এলাকায় অবস্থিত।  
  • এখানে মোট চারটি ভবন যার মধ্যে রয়েছে একটি প্রশাসনিক এবং একটি একাডেমিক ভবন যার প্রতিটি পাঁচ তলা বিশিষ্ট, দুইটি ওয়ার্কশপ ভবন, লাইব্রেরি, শহীদ মিনার, একটি পাওয়ার সাব স্টেশন, একটি পাম্প হাউজ।
  • আবাসিক ব্যবস্থার মধ্যে আছে অধ্যক্ষ্যের বাসভবন, দোতলা একটি স্টাফ কোয়ার্টার এবং পুরো ক্যাম্পাস এরিয়াটি চারদিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত।

ডিপার্টমেন্ট 

Lakshmipur Polytechnic Institute বর্তমানে মোট সাতটি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-   

  • কম্পিউটার টেকনোলজি (৫০)
  • সিভিল টেকনোলজি (১০০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (৫০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
  • আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি (৫০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয় যেমন- বাংলা, ফিজিক্স, ইংরেজি প্রভৃতি পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

বৃত্তি

পারফর্মেন্সের উপর ভিত্তি করে বাছাইকৃত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পেয়ে থাকে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Lakshmipur Polytechnic Institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

ছাত্র সংগঠন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

ট্যাগসমূহঃ  Lakshmipur polytechnic institute, লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট, laxmipur polytechnic institute, Lakshmipur polytechnic, Lakshmipur Polytechnic Institute Result, Lakshmipur  polytechnic website, Lakshmipur Polytechnic Institute admission, Lakshmipur Polytechnic Institute logo, Lakshmipur polytechnic notice board, লক্ষ্মীপুর পলিটেকনিক ভর্তি, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...