HSC Board Challenge Process 2019 | এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০১৯

HSC Board Challange Process 2019 / এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০১৯ – ১৭ জুলাই ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশ হবার পর অনেকেই তাদের প্রত্যাশিত ফলাফল পান নি আবার অনেকেই কৃতিত্বের সাথে পাশ করেছেন। যারা তাদের প্রত্যাশিত কাঙ্গিত এইচ এসি সি পরীক্ষার ফলাফল পান নি তাদের জন্য একটি সুযোগ রয়েছে যেটি হচ্ছে ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি / HSC Board Challange 2019 (এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০১৯)

Click here to get: HSC Result 2019

ফলাফল পুনঃনিরীক্ষণ / HSC Board Challange কি?

জে,এস,সি / এস,এস,সি / এইচ,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর থেকে অনেক ছাত্র-ছাত্রি তাদের প্রত্যাশিত রেজাল্ট পান না, অর্থাৎ তাদের রেজাল্ট আশানুরূপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে তাদের প্রত্যাশিত রেজাল্ট নিয়ে এক ধরনের আত্মবিশ্বাস থাকে।

ঠিক এরই প্রেক্ষিতে সেই রেজাল্ট এর বিরুদ্ধে শিক্ষার্থীগন বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্য আবেদন করতে পারেন যেটি HSC Rescrutiny Process / HSC Board Challange নামেও পরিচিত। অনেকেই ভাবেন এটি সাধারণত বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে কিন্তু মূলত এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো নম্বর গণনা, কোথাও নম্বর প্রদানে ভুল হয়েছে কিনা সেসব বিষয়ে মিলিয়ে দেখা হয়।

ফলাফল কিভাবে পুনঃনিরীক্ষণ করবেন / এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০১৯?

ফলাফল পুনঃনিরীক্ষণ / HSC Board Challange 2019 / এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০১৯ করার জন্য শিক্ষা বোর্ডের যাবার কোন প্রয়োজন নেই। এটি খুব সহজে আপনার মোবাইল থেকেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সকল সিম অপারেটর দিয়ে হবে না, শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আবেদন করতে পারবেন। এজন্য যেসকল বিষয় লাগবেঃ

  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ডিভাইস। যেকারো টেলিটক সিম দিয়ে চাইলে আবেদন করতে পারবেন অর্থাৎ ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে এ ধরনের দোকান থেকেও চাইলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীর নিজের টেলিটক নম্বর না থাকলেও হবে।
  • মোবাইলে পর্যাপ্ত পরিমানে ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ এস এম এস ফি এবং আবেদন ফি টাকা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। প্রতিটি বিষয়ে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হয়। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা।
  • আপনার বোর্ড চ্যালেঞ্জ কৃত ফলাফল ঠিক হয়েছে কিনা এমন কিছু সাধারণত এস, এম, এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। একারনে আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর প্রয়োজন হবে। এই নম্বর টি যেকোন অপারেটর হলেই হবে।

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ আবেদন পদ্ধতিঃ

মোবাইলের Message Option এ যেয়ে লিখবেন-

RSC<স্পেস>আপনার বোর্ড এর প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী রোল নম্বর 123456 এবং তিনি বাংলার জন্য আবেদন করবেন, বাংলা সাব্জেক্টের কোড 101

RSC<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>101

এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

এরপর আপনাকে ফিরতে এস,এম,এসে কত টাকা কাটবে তা জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে এর পরবর্তি মেসেজে গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ মনে করি ফিরতে এস, এম, এসে আপনার পিন নম্বর 12345 এবং আপনার মোবাইল নম্বর 0171XXXXXXX সেক্ষেত্রে আবেদন করতে হবেঃ

RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>0171XXXXXXX

একটি সাব্জেক্টের জন্য ১৫০ টাকা এবং ২ টি সাব্জেক্টের জন্য ৩০০ টাকা করে কেটে নেওয়া হবে।

২ বা তার অধিক সাব্জেক্টের জন্য আবেদন

এবার যদি ২ বা তার অধিক সাব্জেক্ট এর জন্য আবেদন করেন তাহলে একটি এস,এম,এসের মাধ্যমে করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা সাব্জেক্ট (,) কম ব্যবহার করে আলাদা করে মসেজে করতে হবে। নিচে ঢাকা বোর্ডের জন্য বাংলা ও ইংরেজি আবেদন করার নিয়ম দেখানো হলোঃ

RSC<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>101,107

এবং সেন্ড করবেন 16222 তে।

এবার ফিরতি এস,এম,এসে আপনাকে জানিয়ে দেয়া হবে যে কত টাকা কাটবে, এক্ষেত্রে দুটি সাব্জেক্টের জন্য ৩০০ টাকা চার্জ করা হবে এবং নিশ্চিত করার জন্য একটি এস,এম,এস প্রদান করতে হবে।

উপরের প্রক্রিয়াগুলো যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে আপনাকে ফিরতি এস,এম,এসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আবেদনের সময়সীমা

পরীক্ষার রেজাল্ট হওয়ার পরদিন থেকেই এক সপ্তাহব্যাপী এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ / ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন।  আবেদন চলবে ১৮/০৭/২০১৯ থেকে ২৪/০৭/২০১৯ পর্যন্ত।

ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট কবে প্রকাশিত হবে?

ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতি শিক্ষা বোর্ডের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া আবেদনকারী আবেদন করার সময় যে নম্বর দিয়েছিলেন সেই নম্বরে এস,এম,এস করে ফলাফল জানিয়ে দেয়া হবে।

আবেদনের মাধ্যমে আসলেই কি কাজ হয়?

হ্যা, প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী এইচ এস সি ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করে থাকেন এবং অনেকেই দেখি প্রথমে ফেইল করে এবং ফলাফল পুনঃনিরীক্ষণ এর পর পাশ করেন, আবার অনেকের সাব্জেক্টের রেজাল্ট ইম্প্রুভ হয়।

এইচ এস সি প্রতিটা ছাত্র-ছাত্রীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তাই যদি কারো কোন কনফিউশন থাকে তার ফলাফলের ব্যাপারে তাহলে অবশ্যই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করবেন।

দেখুনঃ এইচ এস সি রেজাল্ট ২০১৯   

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...