Comilla Polytechnic Institute | কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট

Comilla Polytechnic Institute / কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট – বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রসিদ্ধ সরকারি পলিটেকনিক শিক্ষা ইন্সটিটিউট। কুমিল্লা সদরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের পুরাতনতম পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং প্রথম ICT বেসড পলিটেকনিক ইন্সটিটিউট।

এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে এবং এই দীর্ঘকাল যাবত প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে দক্ষ্য জনবল তৈরিতে ভূমিকা রেখে আসছে। কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান।

BTEB পাঠ্যক্রম অনুসারে এখানে ৬ টি অনুষদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে শিক্ষাদান হয়ে থাকে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মোঃ রিহান উদ্দিন। বর্তমানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে এবং শিক্ষক আছেন ২৬ জন।

Comilla Polytechnic Institute
Comilla Polytechnic Institute প্রবেশদ্বার

অবস্থান

কুমিল্লার কোটবাড়িতে Cumilla polytechnic institute প্রতিষ্ঠানটি এমন একটি অবস্থানে রয়েছে যার দক্ষিণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়নামতি জাদুঘর ও শালবন বৌদ্ধ বিহার, উত্তরে কুমিল্লা সেনানিবাস ও গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, পূর্বে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক, এবং পশ্চিমে বার্ড ও কুমিল্লা ক্যাডেট কলেজ।

যোগাযোগের পূর্ণ ঠিকানা নিচে দেয়া হল-

  • Comilla Polytechnic Institute
  • কোটবাড়ি, কুমিল্লা – ৩৫০৩
  • Contact : 88-081-76077
  • Fax: 88-081-76077
  • Email : comillapoly65054@yahoo.com
  • Mobile : 88-081-76077
  • Website :  http://cumillapoly.gov.bd/

Comilla Polytechnic Institute / কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট

ক্যাম্পাস

Comilla Polytechnic Institute
মসজিদ
  • ক্যাম্পাসে রয়েছে দুইটি তিন তলা বিশিষ্ট ভবন এবং আটটি বড় ওয়ার্কশপ ভবন।
  • মূল ভবনের সামনে একটি শহীদ মিনার এবং এর বামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি আছে।
  • প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ল্যাব এবং ওয়ার্কশপ ছাড়া আরও রয়েছে অফিস, লাইব্রেরি, এবং বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান ও সেমিনারের জন্য ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম।
  • এছাড়া ক্যাম্পাসে আরও আছে একটি ক্যান্টিন, একটি মসজিদ, একটি বড় মাঠ, দুটি পুকুর, একটি স্কুল।
Comilla Polytechnic Institute
শহীদ মিনার প্রাঙ্গণ

Comilla Polytechnic Institute ল্যাব এবং ওয়ার্কশপ

প্রতিটি ডিপার্টমেন্টের জন্য রয়েছে আলাদা করে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সমৃদ্ধ অনেকগুলো ল্যাব এবং ওয়ার্কশপ। ডিপার্টমেন্ট অনুসারে ল্যাব এবং ওয়ার্কশপের বর্ননা নিচে দেয়া হল-

ইলেক্ট্রিক্যাল টেকনোলজি

  • ইলেকট্রিক্যাল পাওয়ার শপ   
  • ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব  
  • ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব  
  • হাই ভোল্টেজ ল্যাব

কম্পিউটার টেকনোলজি

  • অ্যাপ্লিকেশন ল্যাব
  • প্রোগ্রামিং ল্যাব
  • নেটওয়ার্কিং ল্যাব
  • সফটওয়্যার ল্যাব
  • ডাটাবেজ ল্যাব

ইলেক্ট্রনিক্স টেকনোলজি

  • অডিও ভিজ্যুয়াল ল্যাব
  • অ্যাডভান্স কমিউনিকেশন ল্যাব
  • ডিজিটাল অ্যান্ড মাইক্রোপ্রসেসর ল্যাব

মেকানিক্যাল টেকনোলজি

  • মেশিন শপ
  • ওয়েল্ডিং শপ
  • টেস্টিং ল্যাব
  • ফাউন্ড্রি শপ
  • মেটাল শপ

সিভিল টেকনোলজি

  • সয়েল ল্যাব
  • সার্ভে শপ
  • উড শপ
  • প্লাম্বিং শপ
  • ম্যাসন শপ
  • হাইড্রোলিক ল্যাব

পাওয়ার টেকনোলজি

  • অটো পাওয়ার শপ
  • হিট ইঞ্জিন শপ
  • বয়লার শপ

অন্যান্য

  • ফিজিক্স ল্যাব
  • কেমিস্ট্রি ল্যাব
  • ফিজিক্যাল এডুকেশন সেন্টার

ডিপার্টমেন্ট

Cumilla polytechnic institute -এ বর্তমানে মোট ছয়টি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। নিচে আসন সংখ্যা সহ বিষয়গুলো দেয়া হল-

  • পাওয়ার টেকনোলজি (৫০)
  • কম্পিউটার টেকনোলজি (১০০)
  • সিভিল টেকনোলজি (১০০)
  • ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
  • ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
  • মেকানিক্যাল টেকনোলজি (১০০)

এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর আবশ্যিক বিষয়গুলো পাঠদানের জন্য রয়েছে নন-টেক ডিপার্টমেন্ট।

ভর্তির যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এর মধ্যে ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ পেতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেন্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল, ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

কোর্সের সময়সীমা

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
  • এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

Comilla polytechnic institute –এ ক্লাস হয় দুই শিফটে।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

শিক্ষা ব্যবস্থা

এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

পড়াশুনার ব্যয়

সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় তুলনামূলক কম।

শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা

Comilla Polytechnic Institute
শহিদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে রয়েছে মোট তিনটি আবাসিক হল। এরমধ্যে দুইটি ছাত্রদের হল এবং একটি ছাত্রীদের।

  • শহিদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস   
  • ময়নামতি আলমগীর ছাত্রাবাস     
  • ছাত্রী নিবাস

ছাত্র সংগঠন

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রয়েছে স্কাউট, রেড ক্রিসেন্ট ও গার্লস গাইড।

ট্যাগসমূহঃ  Comilla Polytechnic Institute, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, Cumilla polytechnic institute, Cumilla kotbari polytechnic, Cumilla polytechnic institute subjects, Cumilla polytechnic institute electronics, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট Cumilla, বাংলাদেশের সেরা ১০ পলিটেকনিক, comilla polytechnic, ccn polytechnic institute comilla, comilla polytechnic institute subjects, ccn polytechnic institute kotbari comilla

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...