BTEB Admission Circular 2020 | পলিটেকনিক ভর্তি পদ্ধতি ২০২০

BTEB Admission Circular 2020 / পলিটেকনিক ভর্তি পদ্ধতি ২০২০ – সম্প্রতি BTEB ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে BTEB Admission Circular 2020। গত ৯ই আগস্ট থেকে শুরু হয়েছে এই ভর্তির কার্যক্রম। এবার এই ভর্তি প্রক্রিয়া অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী সারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সে ভর্তি হয়ে থাকে। ভর্তিচ্ছু হলেও অনেকেই BTEB Admission Circular সম্পর্কে তেমন কোন তথ্য না জানায় অনেক অসুবিধায় পড়েন। তাই ভর্তি প্রক্রিয়া থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

২০২০-২০২১ সালের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এবং ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড-এ ভর্তি নীতিমালা ২০২০ প্রকাশিত হয়েছে। এবছর দুই শিফটের ভর্তি প্রক্রিয়া একই সাথে শুরু হয়েছে।

BTEB Admission Circular 2020 | পলিটেকনিক ভর্তি পদ্ধতি ২০২০

এ বছর থেকে BTEB অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পলিটেকনিক ভর্তি পদ্ধতি ২০২০ পরিচালিত হবে অনলাইনে এবং প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তা সম্পন্ন করা হবে।

bteb admission system / অনলাইনে আবেদন প্রক্রিয়া

BTEB admission অনলাইনে আবেদনের প্রথম শর্ত হল আবেদন ফি প্রদান করা। আবেদন ফি ১৫০ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), শিওরক্যাশ ও বিকাশের মাধ্যমে প্রদান করা যাবে। BTEB admission circular 2020-এর ক্ষেত্রে লক্ষণীয় হল-

  • প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে মোবাইল নাম্বার ভিন্ন হতে হবে।
  • প্রার্থী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫ টি টেকনোলজি / ট্রেড-এর জন্য আবেদন করতে পারবে।
  • প্রতি শিফটের জন্য একবারই আবেদন করা যাবে।

bteb admission আবেদন ফি প্রদান প্রক্রিয়া

আবেদন ফি প্রদান প্রক্রিয়ায় শিক্ষার্থীকে নিচের তথ্যগুলো নির্ভুলভাবে প্রদান করতে হবে।

প্রোগ্রাম কোড– বোর্ড থেকে উল্লেখিত প্রত্যেক প্রোগ্রামের জন্য কোডগুলো নিচে দেয়া হল-

BTEB Admission Circular 2020

পাশের বছর– শিক্ষার্থী যে সালে এসএসসি পাশ করেছে।

বোর্ড– শিক্ষার্থী যে বোর্ড থেকে পাশ করেছে তার প্রথম তিন অক্ষর। যেমন-

  • ঢাকা বোর্ড – DHA
  • কুমিল্লা বোর্ড- COM
  • রাজশাহী বোর্ড- RAJ
  • বরিশাল বোর্ড- BAR
  • চট্টগ্রাম বোর্ড- CHI
  • যশোর বোর্ড- JES
  • সিলেট বোর্ড- SYL
  • দিনাজপুর বোর্ড- DIN
  • ময়মনসিংহ বোর্ড- MYM
  • মাদরাসা বোর্ড- MAD
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড- TEC
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- BOU
  • অন্যান্য- OTH
  • শিফট নির্ধারনের ক্ষেত্রে প্রথম শিফটের জন্য A, দ্বিতীয় শিফটের জন্য B এবং উভয় শিফটের জন্য C হবে।
  • রোল নাম্বার– শিক্ষার্থীর এসএসসির রোল নাম্বার।

ফি প্রদান প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে ফিরতি এসএমএস-এ মানি রিসিপ্ট নাম্বার পাঠানো হবে। আবেদন প্রক্রিয়ার পরবর্তি ধাপে এই নাম্বারটি দরকার হবে তাই এটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। আবেদন ফি প্রদান করার ৩০ মিনিট পর অনলাইনে আবেদন করা যাবে।

বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি

BTEB Admission Circular 2020
BTEB Admission Circular 2020
BTEB Admission Circular 2020
BTEB Admission Circular 2020

অনলাইন ফর্ম পুরন

  • অনলাইন ফর্ম পুরনের প্রথম ধাপে http://www.btebadmission.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে ফি পরিশোধকৃত প্রোগ্রামের লিঙ্কে ক্লিক করতে হবে। নতুন খোলা ওয়েবপেইজে গিয়ে Apply Now-এ ক্লিক করে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, মোবাইল নাম্বার সতর্কতার সাথে পু্রন করতে হবে। এরপর Next-এ ক্লিক করলে আবেদনকারী তার সব তথ্য দেখতে পাবে।
  • এই ধাপে আবেদনকারী তার jpg ফরমেটের ১৫০px * ১২০px-এর এবং ৫০ kb সাইজের ছবি আপলোড করবে এবং “Save and Next” বাটনে ক্লিক করবে। সবকয়টি ধাপ নির্ভুল ভাবে সম্পন্ন হলে একটি সিকিউরিটি কোড দেয়া হবে যা ভবিষৎ-এ ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।  
  • এরপর “Next”-এ  ক্লিক করলে Applicant’s Account পেজ দেখাবে যেখানে Apply করলে পরবর্তি একটি পেজ আসবে যেখানে ড্রপ ডাউন মেনু থেকে আবেদনকারী তার পছন্দনীয় জেলা, ঐ জেলার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের টেকনোলজি, শিফট প্রভৃতি নির্বাচন করে Add Selected Institute এর বাটনে ক্লিক করবে।
  • এভাবে একজন প্রার্থী সর্বোচ্চ ১৫ টি প্রতিষ্ঠান / টেকনোলজি সিলেক্ট করতে পারবে। এরপর Submit বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। এই আবেদনটি প্রিন্ট করা যাবে।

পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২০

  • যেকোন শিক্ষাবর্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা polytechnic admission ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সের জন্য শিক্ষার্থীদের যোগ্যতার ভিন্নতা রয়েছে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া আছে BTEB ওয়েবসাইটে। এই লিঙ্ক থেকে খুব সহজেই এ সম্পর্কে বিস্তারিত দেখুন।

ফলাফল

ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী bteb admission result পাওয়া যাবে আগামী ৩০ শে অগাস্ট ২০২০। BTEB এর ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ হলেই আমাদের এই পেজে তা আপলোড করা হবে। এখান থেকে কোন ঝামেলা ছাড়াই এই লিঙ্কের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখুন।

ট্যাগসমূহ

BTEB admission circular 2020, পলিটেকনিক ভর্তি পদ্ধতি ২০২০, bteb admission, polytechnic institute admission 2020, polytechnic admission 2020-21, bteb admission result, btebadmission, bteb admission system, btebadmission gov, polytechnic admission 2020, bteb admission notice, সরকারি পলিটেকনিক ভর্তি ২০২০-২০২১, সরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা ২০২০, পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২০

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...