এডমিট কার্ড / প্রবেশ পত্র হারিয়ে গেলে কিভাবে উত্তোলন করবেন / প্রসেস দেখুন

সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিটি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড প্রদান করে থাকেন। অনেক সময় বিভিন্ন কারনে ছাত্র-ছাত্রী এডমিট কার্ডটি হারিয়ে ফেলেন। এডমিট কার্ড হচ্ছে পরীক্ষার হলে প্রবেশ করার জন্য আইডেন্টি কার্ড বা সনাক্তকারি কার্ড। সুতারাং এর মূল্য যে কতটুকু যে একবার হারিয়ে ফেলে তিনি খুব ভাল বুঝতে পারেন 🙂

যারা এডমিট কার্ড হারিয়ে ফেলেছেন তাদের মাথায় এই প্রশ্নটি ঘুরছে যে এডমিট কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? আর যারা হারান নি তারা ও জেনে নিন।

ক্যাম্পাস থেকে উত্তোলন

  • সাধারণত এডমিট কার্ডের দুটি কপি বোর্ড থেকে পলিটেকনিক ইন্সটিটিউটে পাঠানো হয়। একটি শিক্ষার্থী কে দেয়া হয় এবং অন্যটি ক্যাম্পাস সংগ্রহ করে রাখে।
  • প্রথমে আপনার নিজ পলিটেকনিক একাডেমিক শাখায় যোগাযোগ করুন।
  • এরপর প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে, আবেদন ফর্ম একাডেমিক অফিসে যোগাযোগ করতে হবে, যদি না থাকে তবে হাতে লিখে আবেদন করতে হবে। আবেদন জমা দেয়ার সময় কিছু ফি দিতে পারেন যাতে কাজটা খুব দ্রুত হয়।
  • ক্যাম্পাস থেকে এডমিট কার্ড আপনাকে দেয়া হবে কিন্তু এটা আপনি নিজের কাছে রাখতে পারবেন না। এর ফটোকপি করে এডমিট কার্ডটা ফেরত দিতে হবে। ফটোকপি করা কপিটি আপনার কাছে রেখে দিবেন।
  • এই ফটোকপি এডমিট কার্ড কে সাধারণত একাডেমিক সেকশন থেকে সিল দেয়া হবে।
  • এই সিল নেয়ার পর আপনাকে ডিপার্টমেন্টে যেতে হবে এবং সেখান থেকে সি.আই স্যারের সিল সাক্ষর নিতে হবে।
  • কাজ শেষ! এই এডমিট কার্ড নিয়ে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়া পরীক্ষায় বসতে পারবেন। এছাড়া কোন শিক্ষক এটি নিয়ে প্রশ্ন করলে আপনার পুরো ঘটনাটি সংক্ষিপ্ত করে বলবেন।

বোর্ড থেকে মূল কপি উত্তোলন

যদি একাডেমিক সেকশন এই প্রসেস না মানে তাহলে পত্রিকা অফিসে যোগাযোগ করুন এবং ৩০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে এডমিট কার্ড হারানোর বিজ্ঞপ্তি দিয়ে দিন। এর পরে বিজ্ঞপ্তি সহ পুরো পেপারস নিয়ে ক্যাম্পাসের একাডেমিক সেকশনে গিয়ে এডমিট কার্ডের জন্য বোর্ড বরাবর আবেদন করুন। উক্ত আবেদন কপি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে চলে জান এবং আবেদন ফি ৬০০ টাকা চার্জ করা হতে পারে। সেক্ষেত্রে বোর্ড কিছুদিন সময় নিতে চাইবে। কিছুদিন সময় নেয়ার পর বোর্ড আপনাকে প্রিন্টেড এডমিট কার্ড দিয়ে দিবে।

পরীক্ষা দেয়ার দিন এডমিট কার্ড হারিয়ে গেলে কি করনীয়

এবার যদি এমন হয় যে পরীক্ষার দিন বাস থেকে নামার সময় এডমিট কার্ড নেই!!!! তখন তাৎক্ষনিক কি করবেন!! এমন অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করেই সাথে সাথে নিজের ডিপার্টমেন্টে চলে জান এবং সি.আই স্যারের সাথে খুলে বলুন। একে তো আপনার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে আর হাতে সময় ও নেই। সি.আই স্যার এবং ডিপার্টমেন্ট চাইলে আপনাকে সেই পরীক্ষার কেন্দ্রের স্যারদের সাথে যোগাযোগ করে পরীক্ষা দেয়ার জন্য অনুমতি প্রদান করতে পারেন। হয়তোবা তারা কিছু লিখিতিও দিতে পারেন।  

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...