ডিপ্লোমা শেষ করার পর যেসকল কাগজপত্র ক্যাম্পাস থেকে সংগ্রহ করতে হবে

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অষ্টম পর্বের রেজাল্ট প্রকাশিত হবার পর যারা পাশ করেন তারা অনেকেই জানেন না যে ক্যাম্পাস থেকে কি ধরনের পেপারস সংগ্রহ করতে হবে এবং তা কিভাবে সংগ্রহ করবে। আজকের এই লেখাটিতে আমরা চেষ্টা করবো যে একজন ছাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করার পর কি কি পেপারস সংগ্রহ করবে।

ডিপ্লোমা কোর্স শেষ হবার পর যেসকল পেপারস ক্যাম্পাস থেকে সংগ্রহ করবেনঃ

  • কোর্স সমাপনী সার্টিফিকেট (Course Complete Certificate)
  • দায়মুক্ত সনদপত্র (Clearance Certificate)
  • এস এস সির মার্কশিট / ট্রান্সক্রিপ্ট (ভর্তি হবার সময় জমা দিয়েছিলেন)
  • প্রশংসাপত্র
  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সার্টিফিকেট / মূল সনদপত্র

কোর্স সমাপনী সার্টিফিকেট (Course Complete Certificate)

৪ বছরের ডিপ্লোমা কোর্স শেষ হবার সাথে সাথেই এটি ক্যাম্পাস থেকে নেওয়া যায়। আপনার যদি কোন রেফার্ড / ফেইল থাকে তারপরেও এই সার্টিফিকেট টি আপনি উত্তোলন করতে পারবেন।

এটি উত্তোলনের জন্য ইন্সটিটিউটের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয় এবং আবেদনের সাথে অষ্টম পর্বের প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হয়। আবেদন ফর্ম পলিটেকনিকের অফিস রুম থেকে ৫ টাকা দিয়ে সংগ্রহ করা যায়।

ফর্ম সংগ্রহ করার পর ডিপার্টমেন্ট প্রধানের সাক্ষর এবং লাইব্রেরি থেকে সাক্ষর নিয়ে অফিস রুমে জমা দিবেন। জমা দেয়ার ৩ দিন পরেই কোর্স সমাপনী সার্টিফিকেট সংগ্রহ করা যায়।

যেসমস্ত পেপারস লাগেঃ

  • আবেদন করতে হয় অধ্যক্ষ বরাবর।
  • অষ্টম পর্বের ফটোকপি সংযুক্ত করতে হয়।

কোর্স সমাপনি আবেদন ফর্মের ছবিঃ course_complete_application.jpg

দায়মুক্ত সনদপত্র

ক্যাম্পাসের কোন ডিপার্টমেন্ট এর সাথে আপনার কোন দেনা পাওনা হিসাব আছে কিনা তাই সাধারণত এই সনদপত্রের মাধ্যমে বুঝা যায়। ধরুন আপনি লাইব্রেরি থেকে বই নিয়েছেন কিন্তু ফেরত দেন নি, তখন আপনাকে দায়মুক্তির সনদপত্র দেয়া হবে না। এই সনদপত্রের ফটোকপি দিয়েই আপনাকে প্রশংসাপত্র তুলতে হবে।

এস এস সির মার্কশিট

এটি সাধারণত পলিটেকনিক ভর্তির সময় জমা দেয়া হয়ে থাকে। সকল পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির সময় এস এস সির মার্কশিট জমা নিবেই এতে কোন সন্ধেহ নেই।

এই মার্কশিট পলিটেকনিক থেকে উত্তোলন করার জন্য আলাদা একটি ফর্ম পাওয়া যায়। সেই ফর্মটি ক্যাম্পাস থেকে সংগ্রহ করে ঠিক ঠাক ভাবে পূরণ করে মূল আইডি কার্ড এবং দায়মুক্ত সনদের ফটোকপি সহ আবেদন করতে হবে। সাধারণত এগুলো জমা দেয়ার সাথে সাথে মার্কশিট দিয়ে দেয়া হয়। এক্ষেত্রে যদি কারো আইডি কার্ড হারিয়ে যায় তাহলে জিডি করে সেই জিডির কপি সহ আবেদন করতে হবে।

যেসমস্ত পেপারস লাগেঃ

  • ক্যাম্পাস থেকে ফর্ম নিতে হবে।
  • মূল আইডি কার্ডের ফটোকপি।
  • দায়মুক্ত সনদপত্র ফটোকপি।

প্রশংসাপত্র

সাধারণত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল রেজাল্ট প্রকাশ হবার পরে প্রশংসাপত্রের জন্য আবেদন করতে হয়। রেজাল্ট পাশ না হলে প্রশংসাপত্রের জন্য আবেদন করা যায় না। প্রশংসাপত্রের আবেদনের জন্য কোর্স সমাপনী সার্টিফিকেটর মত একই প্রসেসে আবেদন করতে হয়। তবে এক্ষেত্রে দায়মুক্ত সনদ ও অষ্টম পর্বের প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

প্রশংসাপত্রের আবেদনের ছবিঃ testimonial.jpg

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সার্টিফিকেট / মূল সনদপত্র

এটা সাধারণত বোর্ড থেকে ক্যাম্পাসে আসতে সময় লাগে ৫-৬ মাসের মত। অষ্টম সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হবার ৫-৬ মাস পর এটা উত্তোলন করা যায়। মূল সনদপত্রের আবেদনের জন্য প্রশংসাপত্রের ফটোকপি, এক কপি সত্যায়িত ছবি এবং সাময়িক সনদপত্রের মূল কপি সংযুক্ত করে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়। কোর্স কমপ্লিট এবং প্রশংসাপত্রের আবেদনের মতই এটা ডিপার্টমেন্ট প্রধানের সুপারিশ নিয়ে আবেদন জমা দিতে হয়। জমা দেয়ার সাথে সাথে মূল সনদপত্র দেয়া হয়। অনেক সময় ক্যাম্পাস সময় নিয়ে থাকে।

রেজাল্টের পরপর ও চাইলে বোর্ড থেকে নির্দিষ্ট পরিমান ফি দিয়ে সাময়িক সনদপত্র উত্তোলন করা যায়। এই সাময়িক সনদপত্র জমা দিয়ে মূল সনদপত্র উত্তোলন করতে হয়।

যেসমস্ত পেপারস লাগেঃ

  • প্রশংসাপত্রের ফটোকপি।
  • এক কপি সত্যায়িত ছবি।
  • সাময়িক সনদপত্রের মূল কপি।
  • অধ্যক্ষ বরাবর আবেদন।

ট্যাগসমূহঃ

ডিপ্লোমা কোর্স সমূহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, ডিপ্লোমা মানে কি, এইচ এস সি এর পর ডিপ্লোমা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাকরি, diploma in engineering, ডিপ্লোমা সার্টিফিকেট, ডিপ্লোমা কি স্নাতক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...