এস এস সি রেজাল্ট ২০২১ | এস এস সি রেজাল্ট খুব শীগ্রই প্রকাশিত হবে

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ কবে দিবে – গত ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি এবং সমমানের পরীক্ষা ২০২১। এসএসসি রেজাল্ট ২০২১ জানতে আমাদের পেজে চোখ রাখুন।

এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি বিস্তারিত

 স্কুল জীবনে মোট তিনটি বোর্ড পরীক্ষা  দিতে হলেও সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এসএসসি। এসএসসির পুর্ণরূপ হল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই পরীক্ষা পাশের মাধ্যমেই শেষ হয় স্কুল জীবনের। তাই এই পরীক্ষাকে ঘিরে থাকে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষা শেষে শুরু হয় রেজাল্টের জন্য শিক্ষার্থী আর অভিভাবকদের আশা আর উৎকণ্ঠার প্রতীক্ষা। সবাই উৎসুক থাকেন রেজাল্ট জানার আশায়।

এসএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শুরু হয় রেজাল্টের জন্য অপেক্ষা। পরিক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবক এবং শিক্ষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন রেজাল্ট জানার জন্য। খোজ রাখতে থাকেন সম্ভাব্য তারিখের আপডেটের জন্য।সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ২/৩ মাসের মধ্যেই ফলাফলের দিয়ে দেয়া হয়। গত কয়েক বছরের ট্রেন্ড লক্ষ্য করলে দেখা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে।

২০১৯ সালের রেজাল্ট দেয়া হয়েছি ৬ ই মে, ২০১৮ সালে ৬ই মে, ২০১৭ সালে ৪ই মে, ২০১৬ তে ১১ই মে, ২০১৫ সালে ৩০ শে মে এবং ২০১৪ সালে ১৭ই মে। সেই হিসেবে এবারও এই সময়েই রেজাল্ট প্রকাশিত হবার কথা থাকলে ও করোনা মহামারিতে রেজাল্ট প্রকাশ কবে হবে সেটা অনিশ্চিত হয়ে পরে। SSC এবং দাখিল (সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে খুব শীগ্রই। রেজাল্ট সংক্রান্ত যে কোন আপডেটের জন্য এই পেজে চোখ রাখুন।

এসএসসি রেজাল্ট ২০২১

এবারের এসএসসি পরীক্ষা ১লা ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে পড়া শুরু হয়েছে। রুটিন অনুযায়ী পরীক্ষার সময় হল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয় সকাল ৯.৩০ এর মধ্যে।

এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭শ ৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল যার মধ্যে ছাত্র ১০,২৪ ৩৬৩ জন এবং ছাত্রী ১০,২৩,৪১৬ জন। এর মধ্যে ১৬,৩৫,২৪০ জন এসএসসি পরীক্ষার্থী, ২,৮১,২৫৪ জন দাখিল পরিক্ষার্থী এবং ১,৩১,২৮৫ জন ভোকেশনাল পরিক্ষার্থী। দেশের বাইরে থেকে এবার এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪২ জন শিক্ষার্থী।

এক নজরে এসএসসি পরীক্ষা ২০২

  • মোট শিক্ষার্থী – ২০,৪৭,৭৭৯
  • এসএসসি পরিক্ষার্থী- ১৬,৩৫,২৪০
  • মোট কেন্দ্র – ৩,৫১২ টি
  • মোট প্রতিষ্ঠান – ২৮,৮৮৪ টি
  • মোট বোর্ড – ৯ টি
  • লিখিত পরীক্ষা শুরু –
  • পরীক্ষা শেষ –

যেভাবে এস সি পরীক্ষার ফলাফল ২০২১ জানবেন

শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সারা দেশের একযোগে ফল প্রকাশ হলেও অনেকেই রেজাল্ট পেতে সমস্যার সম্মুখীন হন। ব্যক্তিগত ভাবে অনলাইনে সুবিধা না থাকায় অনেকেই ফটোকপির দোকানগুলোতে ভিড় জমান রেজাল্ট জানার আশায়।তবে ব্যাপার হল অনলাইন ছাড়াও আরও কয়েকটি বিকল্প পদ্ধতিতে রেজাল্ট জানা সম্ভব। প্রয়োজনে যাতে এসএসসি রেজাল্ট ২০২১ পেতে এইসব পদ্ধতি আপনারা কাজে লাগাতে পারেন তাই নিচে রেজাল্ট দেখার সম্ভাব্য উপায়গুলো তুলে ধরা হল-

  1. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট
  2. এসএমএস এর মাধ্যমে
  3. নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে
  4. এন্ড্রয়েড অ্যাপের মাধ্যম

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে এস সি পরীক্ষার ফলাফল জানবেনঃ

যেহেতু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সারা দেশের রেজাল্ট প্রকাশ হয়, তাই বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা নিজের রেজাল্ট সহজেই জানতে পারবে নিম্নোক্ত ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে।

Link 1-  http://www.educationboardresults.gov.bd/

Link 2 –  https://eboardresults.com/app/stud/

Link 3 – এস এস সি পরীক্ষার ফলাফল

উপরের যেকোন একটি লিঙ্কে প্রবেশ করলেই এই রকম একটি পেইজ আসবে।

এসএসসি রেজাল্ট ২০২০
www.educationboardresults.gov.bd

এরপর-

  • Examination টাইপ সিলেক্ট করুন ssc
  • Year সিলেক্ট করুন 2021
  • নিজ বোর্ড সিলেক্ট করুন
  • Result type সিলেক্ট করুন “individual result ” (https://eboardresults.com/app/stud/ এর ক্ষেত্রে )
  • এরপর আপনার পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করুন।
  • সিকিউরিটি কী সঠিক ভাবে পূরণ করুন এবং সাবমিট করুন।

এভাবে নির্ভুলভাবে তথ্যগুলো পুরন করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে যেভাবে এস সি পরীক্ষার ফলাফল জানবেনঃ

রেজাল্ট প্রকাশের পর পরই অনলাইনে অনেক কারণে রেজাল্ট দেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যে কোন মোবাইল থেকে একটি মাত্র একটি এসএমএস এর মাধ্যমে সহজেই পেতে পারেন কাঙ্ক্ষিত রেজাল্টটি।

অনলাইন থেকে কম সময়ে এবং সহজে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা গেলেও এই পদ্ধতিতে আপনি কেবল মাত্র আপনার রেজাল্টের গ্রেড পয়েন্টটি জানতে পারবেন। অনলাইনের মত প্রতিটি সাবজেক্টের গ্রেড জানতে পারবেন না।

তবে এই ক্ষেত্রে –

  • যেকোন অপারেটর থেকে এসএমএস করে এই পদ্ধতিতে রেজাল্ট জানা যাবে।
  • প্রতি এসএমএস এ একটি রেজাল্টই পাওয়া যাবে। একাধিক রেজাল্টের জন্য আলাদা আলাদা এসএমএস পাঠাতে হবে।
  • প্রতি এসএমএস এর চার্জ ২.৩০ টাকা।
  • অনেক সময় নেটওয়ার্কের কারণে ফলাফল কিছুটা দেরিতে আসতে পারে।

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট জানতে নিচের ধাপ অনুসরণ করুন।

  • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC
  • এরপর স্পেস দিয়ে লিখুন আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখুন। যেমন-
  • ঢাকা বোর্ডের জন্য DHA
  • চট্টগ্রাম বোর্ডের জন্য CHI
  • কুমিল্লা বোর্ডের জন্য COM
  • রাজশাহী বোর্ডের জন্য RAJ
  • যশোর বোর্ডের জন্য JES
  • বরিশাল বোর্ডের জন্য BAR
  • সিলেট বোর্ডের জন্য SYL
  • দিনাজপুর বোর্ডের জন্য DIN
  • ময়মনসিংহ বোর্ডের জন্য MYM
  • মাদরাসা বোর্ডের জন্য MAD
  • টেকনিক্যাল বোর্ডের জন্য TEC
  • এরপর স্পেস দিয়ে নির্ভুল ভাবে আপনার রোল নাম্বারটি লিখুন এবং আবার স্পেস দিয়ে আপনার পরীক্ষার সালটি অর্থাৎ 2021 লিখুন।
  • এরপর পাঠিয়ে দিন  16222 নাম্বারে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার রেজাল্টটি।

যেমন-

ঢাকা বোর্ডের কোন শিক্ষার্থীর রোল 1234 হলে এসএমএস টি পাঠাতে হবে এভাবে-

SSC DHA 1234 2021  send to 16222

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস সি পরীক্ষার ফলাফল জানবেনঃ

এছাড়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও রেজাল্ট জানতে পারে। শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট জানা যায় EIIN কোডের মাধ্যমে।

অ্যাপের মাধ্যমেঃ

আপনার স্মার্টফোনে শিক্ষাবোর্ডের অ্যাপ ডাউনলোডের মাধ্যমে সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখতে পারেন।

ট্যাগসমূহঃ এসএসসি রেজাল্ট ২০২১, এসএসসি রেজাল্ট, এসএসসি, এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১, নাম্বার সহ রেজাল্ট ssc, নাম্বার সহ এসএসসি রেজাল্ট ২০২১, এসএসসি পরীক্ষার ফলাফল ২০২১, এসএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে, দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২১, ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ২০২১

Related

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব এড়াবার মন্ত্র | Technical students

কারিগরি শিক্ষার্থীদের বেকারত্ব - বাংলাদেশে প্রধান প্রধান আর্থসামাজিক সমস্যাগুলোর...

পলিটেকনিক ভর্তি : চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ কিছু তথ্য

পলিটেকনিক ভর্তি - পলিটেকনিক ভর্তির ফলাফল প্রকাশের পর যারা...

বেসরকারি পলিটেকনিক – এ পড়ার সুবিধা অসুবিধা

বেসরকারি পলিটেকনিক - পলিটেকনিকে পড়তে ইচ্ছুকরা সবাই কিন্তু সরকারি...

পলিটেকনিক ভর্তি বাতিল প্রক্রিয়া

পলিটেকনিক ভর্তি বাতিল - ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পর অনেকেই...

অটোমাইগ্রেশন / Auto Migration কি? যেভাবে অন / অফ করবেন

অটো মাইগ্রেশন / Auto Migration - পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে...